—ফাইল চিত্র
দক্ষিণ আফ্রিকায় একটি রিসর্টে রয়েছে ভারতীয় দল। করোনা সংক্রমণ থেকে দূরে থাকার জন্য কোনও হোটেল নয়, রিসর্টের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পরিবার নিয়েই রয়েছেন ক্রিকেটাররা। সেই রিসর্ট থেকেই ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা।
দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের প্রভাব প্রথম ধরা পড়ে। সেই কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও তৈরি হয়েছিল সংশয়। বিরাট কোহলীদের জন্য তাই রিসর্টের ব্যবস্থা করা হয়েছে। সেখানকার ছবি পোস্ট করেছেন অনুষ্কা। দেখা যাচ্ছে রিসর্টের মধ্যেই রয়েছে জলাশয়, গাছপালা। সবুজের মাঝে রয়েছেন কোহলীরা। দক্ষিণ আফ্রিকার সেই ছবিই নেটমাধ্যমে দিয়েছেন অনুষ্কা।
কোহলীদের রিসর্ট। ছবি: অনুষ্কার ইনস্টাগ্রাম থেকে
দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে কোহলী বলেন, “খুব কঠিন সফর। গত বারের জয় থেকে নিজেদের উদ্বুদ্ধ করতে হবে। ভাল শুরু করতে হবে সিরিজটা। তবেই সেটা ধরে রাখা যাবে। যে কোনও রকমের পরিস্থিতির সঙ্গে নিজেদের তৈরি রাখতে হবে।”