Virat-Anushka’s 6th anniversary

‘পোস্ট করতে দেরি হয়ে গেল’, বিবাহবার্ষিকীর পরের দিন জানালেন অনুষ্কা, কী বললেন বিরাট?

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিয়ের ছ’বছর পার। তবে সোমবার কোনও পোস্ট করেননি বিরুষ্কা। তাঁরা দু’জনেই পোস্ট করলেন মঙ্গলবার। প্রায় একই সময়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১১:৪৪
Share:

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ছবি: ইনস্টাগ্রাম।

২০১৭ সালের ১১ ডিসেম্বরে বিয়ে করেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তাঁদের সেই সম্পর্কের ছ’বছর পার। তবে সোমবার কোনও পোস্ট করেননি বিরুষ্কা। তাঁরা দু’জনেই পোস্ট করলেন মঙ্গলবার। প্রায় একই সময়ে। সোমবার তাঁরা ব্যস্ত ছিলেন উদ্‌যাপনে। সেই ছবিও পোস্ট করেছেন অনুষ্কা।

Advertisement

মঙ্গলবার নিজেদের ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, “দিনটা পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটল। ইনস্টাগ্রামে পোস্ট করতে কি খুব দেরি করে ফেললাম? ৬ বছর কাটিয়ে ফেললাম আমরা প্রিয় মানুষটার সঙ্গে।” পোস্ট করেছেন বিরাটও। ছবিটিতে দেখা যাচ্ছে তাঁকে জড়িয়ে রয়েছেন অনুষ্কা। বিরাট লেখেন, “অন্তহীন ভালবাসা।”

অনুষ্কার ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে কেক কাটছেন তাঁরা। সেখানে রয়েছেন জাহির খান। তাঁর স্ত্রীও রয়েছেন। বিরাট এবং অনুষ্কা পরিবার ও বন্ধুদের সঙ্গে বিবাহবার্ষিকীর দিনটি কাটিয়েছেন।

Advertisement

দক্ষিণ আফ্রিকা সফরে এখনও যাননি বিরাট। টেস্ট সিরিজ় খেলবেন তিনি। লাল বলের ক্রিকেট শুরু ২৬ ডিসেম্বর থেকে। তাই এখনও আফ্রিকায় যাননি বিরাট। সেখানে এখন সাদা বলের সিরিজ় খেলছে ভারত। বিশ্বকাপের পর থেকে বিশ্রামে রয়েছেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই তাঁকে আবার মাঠে দেখা যাবে। ইতিমধ্যেই বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কি না সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সংস্করণে বিরাটকে দেখা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement