ICC Annual conference

ক্রিকেটে একগুচ্ছ নতুন নিয়ম? আইসিসির সভায় জয় শাহকে প্রস্তাব দেবে সৌরভের কমিটি

এক দিনের এবং টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম সংযুক্ত হতে পারে। শুরু হতে পারে জোড়া বিশ্বকাপ। এ সব নিয়ে সিদ্ধান্ত হবে আইসিসির আগামী বার্ষিক সভায়। একটি বিষয় ঘিরে উত্তপ্ত হতে পারে সভা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:৩৭
Share:
picture of Sourav Ganguly and Jay Shah

(বাঁ দিকে) সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সভা এ বার হবে সিঙ্গাপুরে। সভার দিন চূড়ান্ত হয়নি। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে হবে সভা। এ বারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।

Advertisement

জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর প্রথম বার্ষিক সভার জন্য সিঙ্গাপুরকে চূড়ান্ত করা হয়েছে। এই সভায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি এক দিনের ক্রিকেটের আকর্ষণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাব দিতে পারে। ২৫ ওভারের পর একটি বল ব্যবহারের নিয়ম চালু করতে চায় ক্রিকেট কমিটি। লক্ষ্য, রিভার্স সুইং ফিরিয়ে আনা। এখন পুরো ৫০ ওভার খেলা হয় দু’টি বলে।

টেস্ট ক্রিকেটের একটি দিনে যাতে নিশ্চিত ভাবে ৯০ ওভার খেলা হয়, তার জন্য এ বার থেকে ঘড়ি ব্যবহার করা হতে পারে। সৌরভের কমিটি প্রস্তাব দিতে পারে, একটি ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হবে। ঘড়িতে মাপা হবে সময়। আর যথেচ্ছ সময় নিতে পারবেন না অধিনায়কেরা।

Advertisement

আইসিসি কর্তাদের ভাবনায় এক জোড়া বিশ্বকাপ শুরুর ভাবনাও রয়েছে। পুরুষদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং মহিলাদের অনূর্ধ্ব-১৯ এক দিনের বিশ্বকাপ শুরুর প্রস্তাব দিতে পারে ক্রিকেট কমিটি। উল্লেখ্য, এখন শুধু পুরুষদের অনূর্ধ্ব-১৯ এক দিনের বিশ্বকাপ হয়।

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা জানিয়েছেন, সংস্থার অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করা হবে। ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) নিয়ে উত্তপ্ত হতে পারে সভা। এই সংগঠনকে স্বীকৃতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের আপত্তি উড়িয়ে আইসিসি ক্রিকেটারদের সংগঠনকে স্বীকৃতি দিতে দেয় কি না, তা নিয়ে আগ্রহ থাকবে ক্রিকেটমহলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement