ICC ODI World Cup 2023

ম্যাচ শুরুর আগেই লেগে গেল ভারত-পাকিস্তানে, অভিযোগ-পাল্টা জবাবের খেলা

আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগেই তরজা শুরু হয়ে গেল দু’দেশে। বিশ্বকাপের পিচ নিয়ে সমালোচনা করায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে পাল্টা দিয়েছেন ভারতের প্রাক্তন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ২১:০৬
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বাবর আজ়ম। —ফাইল চিত্র

শনিবার আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগেই দু’দলের তরজা শুরু হয়ে গেল। বিশ্বকাপে ভারতের বিভিন্ন মাঠের পিচ নিয়ে সমালোচনা করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

Advertisement

ভারতের বিভিন্ন মাঠের পিচের চরিত্র নিয়ে মুখ খুলেছেন হাফিজ। তিনি বলেন, ‘‘দেখতে হবে পিচ নিয়ে বিসিসিআই না আইসিসি, কে সিদ্ধান্ত নিচ্ছে। এখনও পর্যন্ত হায়দরাবাদ, দিল্লি ও ধর্মশালায় দুটো ম্যাচেই একই ধরনের পিচ দেখা গিয়েছে। চেন্নাইয়ে বাংলাদেশ-নিউ জ়িল্যান্ড ম্যাচে যদি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মতোই পিচ দেখ যায় তা হলে বুঝতে হবে সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি। আর যদি পিচ বদলে যায় তা হলে বুঝতে হবে ভারত ছড়ি ঘোরাচ্ছে।’’

হাফিজের দাবি, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ভারতের নাক গলানোর কোনও জায়গা নেই। তিনি বলেন, ‘‘বিশ্বকাপে আইসিসির উপর বিসিসিআই প্রভাব খাটাতে পারে না। যদি পিচ একই ধরনের হয় তা হলে বোঝা যাবে সব ঠিক আছে। কিন্তু যদি আলাদা ম্যাচে পিচ আলাদা হয় তা হলে বড় প্রশ্ন উঠবে।’’

Advertisement

হাফিজের এই অভিযোগের জবাব দিয়েছেন আকাশ। তাঁর পাল্টা প্রশ্ন, হাফিজ কি জানেন না যে আলাদা আলাদা মাটির পিচের চরিত্র ভিন্ন হয়? আকাশ বলেন, ‘‘ভাই, চেন্নাইয়ে লাল মাটি ও কালো মাটির পিচ আছে। দু’ধরনের পিচের চরিত্র আলাদা। তাই যদি দুটো আলাদা মাটির পিচে খেলা হয় তা হলে তো স্পিন, বাউন্স আলাদা হবেই। এখানে বিসিসিআইয়ের কিছু বলার নেই। সবটাই আইসিসির অধীনে। কিন্তু পিচের ক্ষেত্রে মাটির চরিত্রটাও বুঝতে হবে।’’

এ বারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত ও পাকিস্তান। তাই দু’দলই ফর্মে রয়েছে। আমদাবাদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এক দিকে ভারতের লক্ষ্য বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অষ্টম জয়। অন্য দিকে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততে চাইছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ম্যাচ শুরুর আগে লেগে গেল দু’দেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement