রোহিত শর্মা। —ফাইল চিত্র
পাকিস্তানের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? কারা খেলবেন? এখনও বুঝে উঠতে পারছেন না রোহিত শর্মা। ভারত অধিনায়কের মতে, তিনি এখনও নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ দেখেননি। সেই কারণে প্রথম একাদশ নিয়ে কিছু বলতে পারছেন না।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিতকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের বিরুদ্ধে তিন স্পিনার কি খেলানো হবে? জবাবে রোহিত বলেন, ‘‘আমি জানি না। এখনও পিচ দেখিনি। তাই কাদের খেলানো হবে তা ঠিক হয়নি। পিচ দেখে তার পর প্রথম একাদশ ঠিক করব। দিল্লি ও চেন্নাইয়ে খুব একটা শিশির পড়েনি। আমদাবাদে কতটা শিশির পড়ছে জানি না। যদি শিশির পড়ে তা হলে সেটা দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বুপূর্ণ হয়ে উঠবে।’’
১ লক্ষ ৩২ হাজার দর্শকের স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার সময় কি চাপে থাকবে ভারত? রোহিত তেমনটা মনে করেন না। উল্টে তিনি বলেন, ‘‘ঘরের সমর্থকেরা সব সময় আমাদের পাশে থাকে। আমাদের ভাল খেলার শক্তি জোগায়। তাই ঘরের মাঠে খেলার সুবিধা অনেক বেশি। যখন ১ লক্ষ দর্শক আপনার হয়ে চিৎকার করবে তখন জেতার তাগিদ আরও বাড়বে।’’
এই ধরনের ম্যাচে আগে থেকে কোনও দলকে এগিয়ে রাখা যায় না বলেই মনে করেন রোহিত। শনিবার জিতলে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮-০ হবে ভারতের। আর হারলে প্রথম বার পাকিস্তান বিশ্বকাপে জিতবে। সে সব এখন ভাবতে চান না তিনি। রোহিতের কথায়, ‘‘আমি রেকর্ড নিয়ে ভাবি না। আর এই সব ম্যাচে আগে থেকে কেউ এগিয়ে থাকে না। যে দল ভাল খেলবে সেই দল জিতবে। আমরা মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’
আমদাবাদে শুভমন গিল খেলতে পারবেন কি না সেই বিষয়েও মুখ খুলেছেন রোহিত। ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। রোহিত বলেন, ‘‘শুভমনের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। বাকিটা কাল সকালে দেখব।’’ রোহিতের এই কথা থেকে স্পষ্ট আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে শুভমন হয়তো খেলবেন।