—ফাইল চিত্র
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দলে রাখা হয়নি অজিঙ্ক রহাণেকে। তাঁর কাছে সুযোগ ছিল রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার। কিন্তু চোটের কারণে সেটাও সম্ভব হচ্ছে না। রহাণের সুস্থ হতে এখনও দু’মাস লাগবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রহাণে। প্রতিযোগিতার শেষ ম্যাচ খেলার আগেই ছিটকে যান তিনি। বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে রহাণে বলেন, “খুব দুর্ভাগ্যজনক ভাবে চোট পেয়েছিলাম। তবে দ্রুত সুস্থ হচ্ছি। ১০ দিন বেঙ্গালুরুতে ক্রিকেটের জাতীয় অ্যাকাডেমিতে ছিলাম। আবার যাব। সেরে উঠছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাই এখন আমার একমাত্র লক্ষ্য। মাঠে নামতে চাই। কিন্তু কবে সুস্থ হয়ে মাঠে নামতে পারব তা জানি না। ছয় থেকে আট সপ্তাহ লাগবে আমার সুস্থ হতে।”
কলকাতার হয়ে খেলার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন রহাণে। তিনি বলেন, “দারুণ সময় কাটালাম কলকাতার হয়ে। খুব ভাল পরিবেশ ছিল। একটা পরিবারের মতো ছিলাম আমরা। একে অপরের সাফল্যে আনন্দ করতাম। আমাদের দুর্ভাগ্য যে প্লে-অফে খেলতে পারলাম না। ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে অনেক কিছু শিখেছি।”
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।