অজিঙ্ক রাহানে। — ফাইল চিত্র।
রঞ্জি ট্রফিতে অদ্ভুত ঘটনা দেখা গেল শুক্রবার। অসম বনাম মুম্বই ম্যাচে রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলেও চা-বিরতির পর আবার ব্যাট করতে নামলেন অজিঙ্ক রাহানে। সৌজন্যে অসমের ক্রিকেটারদের মহানুভবতা। এমনই দৃশ্য দেখা গেল ম্যাচের মাঝে।
‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আইনে আউট দেওয়া হয়েছিল রাহানেকে। ১৬ বছরের পেশাদার ক্রিকেটজীবনে প্রথম বার এমন ভাবে আউট হন তিনি। সাজঘরে ফিরে গিয়েছিলেন। কিন্তু পরে অসমের ক্রিকেটারেরা আবেদন প্রত্যাহার করে নেন। ফলে চা-বিরতির পর আবার ব্যাট করতে নামেন রাহানে।
কী হয়েছিল ঘটনাটি?
তখন মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১০২। রাহানে ১৮ রানে ব্যাট করছিলেন। চা-বিরতির আগে শেষ ওভার চলছিল। দিবাকর জোহরির সেই ওভারের চতুর্থ বল মিড অনে ঠেলে দিয়ে এক রান নিতে দৌড়ন রাহানে। তবে উল্টো দিকে থাকা শিবম দুবে তাঁকে ফিরিয়ে দেন। ততক্ষণে অসমের ফিল্ডার ডেনিশ দাস উইকেটকিপারের দিকে বল ছুড়ে দিয়েছেন। তবে উইকেটকিপারের হাতে বল পৌঁছনোর আগেই তা রাহানের গায়ে লাগে। সঙ্গে সঙ্গে অসমের ফিল্ডারেরা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর আবেদন করেন। আম্পায়ারও আউট দেন রাহানেকে।
বাকি দু’টি বল হওয়ার আগেই চা-বিরতি নিয়ে নেওয়া হয়। কিন্তু বিরতিতে অসমের অধিনায়ক আম্পায়ারের কাছে গিয়ে আউটের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। সাধারণত ফিল্ডিং দল আবেদন করে সাফল্য পেলে পরের বল হওয়ার আগে পর্যন্ত আবেদন প্রত্যাহার করে নেওয়ার সুযোগ থাকে। এ ক্ষেত্রে চা-বিরতির ঠিক আগের বলেই আউট হয়েছিলেন রাহানে। পরের বল হওয়ার আগেই অসম আবেদন জানিয়েছিল বলে আম্পায়ারেরা তাদের আবেদন মেনে নেন এবং রাহানেকে ‘নট আউট’ ঘোষণা করেন। তবে ক্রিকেটবিশ্বে এমন নজির আগে দেখা যায়নি বলেই মত বিশেষজ্ঞদের।