Mohammad Nabi

Mohammed Nabi: ছেলের সঙ্গে একই দলে বাবা, আফগান ক্রিকেটে বিরল ঘটনা

হাসানের বয়স ১৬, নবির ৩৭ বছর। জাতীয় দলে একসঙ্গে বাবা-ছেলে খেলবে কি না তা সময় বলবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৭:০৮
Share:

একসঙ্গে ক্রিজে বাবা-ছেলে। ছবি: টুইটার থেকে

একই দলে ছেলে এবং বাবা। ক্রিকেটার্স বেনিফিট লিগে এ বছর একই দলের হয়ে খেললেন আফগানিস্তানের মহম্মদ নবি এবং তাঁর ছেলে হাসান। ভবিষ্যতে জাতীয় দলের হয়েও সম্ভব হলে এক সঙ্গে খেলতে ইচ্ছুক নবি।

অনেক লড়াই করে ক্রিকেট শিখতে হয়েছে নবিকে। তিনি বলেন, “ছোটবেলায় আমার কিছু ছিল না। হাসানের আছে। সম্পূর্ণ আলাদা ভাবে বড় হয়েছি আমরা। ওকে বলেছি আমাদের সময় এই ধরনের আধুনিক সরঞ্জাম ছিল না। ক্রিকেট খেলার পরিস্থিতিই ছিল না।” সেখান থেকে উঠে এসে ২০০৯ সালে আফগানিস্তানের হয়ে অভিষেক ঘটে নবির। ইচ্ছা আছে আরও কয়েক বছর খেলার।

Advertisement

এক সাক্ষাৎকারে নবি বলেন, “আশা করেছিলাম এক সঙ্গে খেলব। আশা করি জাতীয় দলের হয়ে খেলব। আমি এখনও আফগানিস্তানের হয়ে কয়েক বছর খেলতে পারব। বেশ কিছু লিগেও খেলব। হাসান বড় হবে। আশা করব অনূর্ধ্ব ১৯ দলে খেলবে। ক্ষমতা থাকলে জাতীয় দলের হয়েও খেলবে। প্রথম বার এক সঙ্গে খেললাম। ও বেশ চাপে ছিল। ওর প্রতিভা আছে।”

হাসানের বয়স ১৬, নবির ৩৭ বছর। জাতীয় দলে একসঙ্গে বাবা-ছেলে খেলবে কি না তা সময় বলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement