T20 World Cup 2021

T20 World Cup 2021: বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে মুজিব ধন্যবাদ দিলেন আফগান সমর্থকদের

চার ওভারে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নেন মুজিব। টি২০ বিশ্বকাপে তিনি তৃতীয় স্পিনার যিনি পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১৮:৩৯
Share:

পাঁচ উইকেট নেন মুজিব। —ফাইল চিত্র

টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই বিরাট সাফল্য মুজিব উর রহমানের। স্কটল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়লেন আফগানিস্তানের তরুণ স্পিনার। সেই সঙ্গে ঢুকে পড়লেন অজন্তা মেন্ডিসদের বিশ্বে।

চার ওভারে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নেন মুজিব। টি২০ বিশ্বকাপে তিনি তৃতীয় স্পিনার যিনি পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিয়েছেন। এর আগের দুই স্পিনারই ছিলেন শ্রীলঙ্কার। ২০১২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন মেন্ডিস। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ রান দিয়ে ৫ উইকেট নেন রঙ্গনা হেরাথ। সোমবার সেই তালিকায় তৃতীয় নাম মুজিবের। আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে টি২০ বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

Advertisement

স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৩০ রানে জেতে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ১৯০ রান করেন নাজিবুল্লাহ জাডরানরা। ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে শেষ হয়ে যায় স্কটল্যান্ড। এক ওভারে তিন উইকেট নিয়ে শুরুতেই স্কটল্যান্ডকে ধাক্কাটা দেন মুজিব। তাঁর স্পিনের কোনও উত্তর খুঁজে পাচ্ছিলেন না ম্যাথু ক্রসরা।

ম্যাচ শেষে মুজিব বলেন, “প্রথম ম্যাচ জিতে খুব খুশি। বিশ্বকাপে এটা আমার প্রথম ম্যাচ, সেই ম্যাচের সেরা হয়ে দারুণ লাগছে। সমর্থকরা একটা ইতিবাচক মনোভাব এনে দিয়েছিল আমাদের মধ্যে, সেই জন্যই জিততে পেরেছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement