লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
আইপিএলের আগে লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিলেন আরও এক বিদেশি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার অ্যাডাম ভোজেসকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে আইপিএলের লখনউ ফ্র্যাঞ্চাইজ়ি। দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের পরামর্শে নিয়ে আসা হয়েছে তাঁকে।
৩৫ বছরে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভোজেসের। অস্ট্রেলিয়ার হয়ে ২০টি টেস্ট, ৩১টি এক দিনের ম্যাচ এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন ক্রিকেটারের। রয়েছে আইপিএল খেলার অভিজ্ঞতাও। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। মূলত ব্যাটিং পরামর্শদাতা হিসাবে লখনউ শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার। কিছু দিন আগে সহকারী কোচ হিসাবে লখনউ ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। পরামর্শদাতা হিসাবে ভোজেসের যোগদানের কথা সমাজমাধ্যমে জানিয়েছেন লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ।
দলের প্রধান কোচ ল্যাঙ্গার বলেছেন, ‘‘পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে আমরা দীর্ঘ দিন একসঙ্গে খেলেছি। বিগ ব্যাশ লিগে কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভোজেসের। কোচ হিসাবে যথেষ্ট সাফল্য রয়েছে ওর। আমি পশ্চিম অস্ট্রেলিয়ার কোচ থাকাকালীন ভোজেস ছিল অধিনায়ক। আমার পর ওকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। পশ্চিম অস্ট্রেলিয়ার ক্রিকেটে ওর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ওর সময় অনেক পরিবর্তন হয়েছে। ভোজেসকে পাওয়ায় লখনউ ফ্র্যাঞ্চাইজ়ি উপকৃত হবে। ভোজেস এক জন অসাধারণ মানুষ এবং দুর্দান্ত কোচ। ওর সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।’’ উল্লেখ্য, ক্রিকেটজীবনের শেষ দিক থেকেই কোচিং শুরু করেছিলেন ভোজেস।
এ বারের আইপিএলে ভোজেস, ক্লুজনারকে ছাড়াও ল্যাঙ্গার সহকারী হিসাবে পাচ্ছেন এস শ্রীরাম (সহকারী কোচ), মর্নি মরকেল (জোরে বোলিং কোচ), প্রবীণ থাম্বে (স্পিন বোলিং পরামর্শদাতা), জন্টি রোডস (ফিল্ডিং কোচ) এবং এমএসকে প্রসাদকে (কৌশলগত পরামর্শদাতা)।