শার্দূল ঠাকুর। —ফাইল চিত্র।
আইপিএলের পিচ নিয়ে খুশি নন শার্দূল ঠাকুর। তাঁর মতে এমন পিচ বানানো হচ্ছে, যেখানে বোলারদের জন্য কিছু থাকছে না। ব্যাট এবং বলের মধ্যে লড়াইটা সমানে-সমানে হোক, এমনটাই দাবি শার্দূলের। ২০২৪ সাল থেকে আইপিএলে প্রচুর রান উঠছে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে এক জন বেশি ব্যাটার খেলানোর সুযোগ পাচ্ছে দলগুলি। সেই কারণে অনেক বেশি ঝুঁকিহীন শট খেলছে ব্যাটারেরা। শার্দূলের মতে, যে কারণে ব্যাটারেরা বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছেন।
এ বারের আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন শার্দূল। মোহসিন খান চোট পাওয়ায় তাঁকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। শার্দূল বলেন, “শুধু আমি চাইছি এমন নয়, এটা সব বোলারের চাহিদা। অনেকে হয়তো বলছে না। কিন্তু সব বোলার এমন পিচ চাইছে, যেখানে একটা সমানে-সমানে লড়াই হবে। শুধু ব্যাটারদের জন্য পিচ বানানো হচ্ছে। তারা আসছে আর বল মারছে।”
এ বারের আইপিএলে বলে থুতু লাগানোর অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সাদা বলে থুতু লাগিয়ে খুব বেশি সুবিধা পাওয়া যায় না। শার্দূলের মতে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণেই বোলারদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। তিনি বলেন, “ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা আনন্দ দেওয়ার জন্য। এটা বিনোদনের কারণে আনা হয়েছে। কিন্তু সেটা খেলাটাকে অনেকটা বদলে দিয়েছে। ২৫০ রান উঠছে। পিচও একটা বড় কারণ এত রান ওঠার। বোলার হিসাবে আমরা শুধু একটা সমান সুযোগ পেতে চাইছি।”
লখনউয়ের পরের ম্যাচ মঙ্গলবার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবেন শার্দূলেরা। লখনউয়ে হবে সেই ম্যাচ। লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লখনউ। দু’টি ম্যাচ খেলেছে তারা। একটি জিতেছে, একটি হেরেছে লখনউ।