আরসিবির জার্সি গায়ে এবি। —ফাইল চিত্র।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বলতে দু’জন ক্রিকেটারের নাম সবার আগে ভেসে ওঠে। এক জন বিরাট কোহলি। অন্য জন এ বি ডিভিলিয়ার্স। গত বছর আইপিএলের পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন ডিভিলিয়ার্স। কিন্তু তাঁর মন জুড়ে রয়েছে পুরনো দলের স্মৃতি। আরসিবির পডকাস্টে সেই কাহিনিই শোনালেন প্রাক্তন তারকা।
ডিভিলিয়ার্স জানিয়েছেন, আরসিবিতে খেলাটা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বলেছেন, ‘‘আরসিবি আমার কাছে একটা পরিবারের মতো। এখানে কাটানো ১০-১১টা বছর জীবন বদলে দিয়েছে।’’ যোগ করেন, ‘‘সব পরিবারের মতো এখানেও উত্থান-পতন ছিল। কিন্তু সময়টা দারুণ কেটেছিল।’’
আরসিবি-তে দীর্ঘ সময় খেলার জন্য কারও কারও সঙ্গে দারুণ সম্পর্কও গড়ে উঠেছে তাঁর। এবি বলেছেন, ‘‘দীর্ঘ সময় নানা ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। কারও সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠেছে। কারও সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু সব কিছু উপভোগ করেছি।’’ এও বলেন, ‘‘ফিরে তাকালে এখন আমার কোনও আক্ষেপ নেই। আরসিবিতে খেলার সময়টার দিকে দেখলে বলতেই হবে, জীবনের একটা দারুণ সময় আমি ওই দলে কাটিয়েছি।’’
এ দিকে, আগামী সপ্তাহে আইপিএল নিলামের আগে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ জানালেন, বিরাট কোহলিকেই আবার নেতৃত্ব তুলে দেওয়া উচিত আরসিবি কর্তাদের। দেশের প্রাক্তন অফস্পিনারের মতো, ‘‘বিরাটের চেয়ে ভাল নেতা পাবে না আরসিবি।’’ মনে করিয়ে দিচ্ছেন, ‘‘ আরসিবিকে তাই নতুন অধিনায়ক খুঁজতে হবে। কাজটা কিন্তু মোটেই সহজ নয়।’’