Cricket Match

একই মাঠে জোড়া খেলা, অন্য ম্যাচের ব্যাটারের শট এসে লাগল মাথায়, মাঠেই মৃত্যু ক্রিকেটারের

একই মাঠে চলছিল দু’টি ক্রিকেট ম্যাচ। কার্যত পাশাপাশি দাঁড়িয়ে খেলছিলেন ক্রিকেটারেরা। সেই সময়ই ঘটে গেল দুর্ঘটনা। ব্যাটারের শটে বল মাথায় লেগে মৃত্যু হল অপর ম্যাচে ফিল্ডিং দলের এক ক্রিকেটারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১০:২১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

একই মাঠে চলছিল দু’টি ক্রিকেট ম্যাচ। কার্যত পাশাপাশি দাঁড়িয়ে খেলছিলেন দু’দলের ক্রিকেটারেরা। সেই সময়ই ঘটে গেল দুর্ঘটনা। একটি ম্যাচের ব্যাটারের শটে বল মাথায় লেগে মৃত্যু হল অপর ম্যাচে ফিল্ডিং দলের এক ক্রিকেটারের। সোমবার এই ঘটনা ঘটেছে মুম্বইয়ে। ৫২ বছরের ওই ক্রিকেটারের নাম জয়েশ সওয়ালা।

Advertisement

মুম্বইয়ের মাতুঙ্গার দাদকর ময়দানে চলছিল কাচ্চি বিসা ওসওয়াল বিকাশ লেজেন্ড কাপের খেলা। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতা আয়োজিত হয় পঞ্চাশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, জয়েশ যে ম্যাচে খেলছিলেন, তার উল্টো দিকে চলছিল আরও একটি ম্যাচ। সেই ম্যাচের ব্যাটারের দিকে পিছন ফিরে ফিল্ডিং করছিলেন জয়েশ। এমন সময় ওই ব্যাটারের একটি শট সোজা এসে লাগে জয়েশের কানের নীচে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বিকাশ লেজেন্ড কাপ দীর্ঘ দিন ধরেই চলছে। মুম্বইয়ে খেলার মাঠের অভাব। তাই একই মাঠে দু’টি করে ম্যাচ আয়োজন করা খুবই স্বাভাবিক। এ ক্ষেত্রেও আয়োজকেরা তাই করেছিলেন। অতীতেও দু’টি ম্যাচ একসঙ্গে চলাকালীন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু মৃত্যুর ঘটনা এই প্রথম হল বলে জানিয়েছেন আয়োজকেরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর একটি অভিযোগ দায়ের করেছে তারা। জয়েশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু ইচ্ছাকৃত আঘাত বা কোনও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়নি। পরে পরিবারের হাতে জয়েশের মৃতদেহ তুলে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement