India vs England

৫ নজির: অশ্বিন গড়তে পারেন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে

ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামবে ভারত। সেই ম্যাচেই অশ্বিন পাঁচটি নজির গড়তে পারেন। দেখে নেওয়া যাক কোন কোন নজির তিনি গড়তে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২১
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

রবিচন্দ্রন অশ্বিনের সামনে একাধিক নজির গড়ার হাতছানি। ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামবে ভারত। সেই ম্যাচেই অশ্বিন পাঁচটি নজির গড়তে পারেন। দেখে নেওয়া যাক কোন কোন নজির তিনি গড়তে পারেন।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক উইকেট: ইংল্যান্ডের বিরুদ্ধে ২০টি ম্যাচে ৯৩টি উইকেট নিয়েছেন অশ্বিন। দ্বিতীয় টেস্টে তিনটি উইকেট নিলেই তিনি ভাগবৎ চন্দ্রশেখরের রেকর্ড ভেঙে দেবেন। ২৩ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৫টি উইকেট নিয়েছিলেন তিনি। চন্দ্রশেখরকে টপকে ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়তে পারেন অশ্বিন।

৫০০ টেস্ট উইকেট: টেস্টে ৫০০ উইকেট নেওয়ার পথে অশ্বিন। এখনও পর্যন্ত ৪৯৬টি উইকেট নিয়েছেন তিনি। আর চারটি উইকেট নিলেই বড় মাইলফলক ছোঁবেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের পর তিনিই দ্বিতীয় ভারতীয় যিনি টেস্টে ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক পার করবেন। বিশ্বে নবম।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ উইকেট: দ্বিতীয় টেস্টে সাত উইকেট নিলে অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০টি উইকেট নেবেন। এর আগে কোনও ভারতীয় ইংল্যান্ডের বিরদ্ধে টেস্টে ১০০ উইকেট নেননি। রেকর্ড গড়তে পারেন অশ্বিন।

ভারতের মাটিতে সর্বাধিক উইকেট: দেশের মাটিতে ৩৪৩টি উইকেট নিয়েছেন অশ্বিন। আট উইকেট নিলে কুম্বলেকে টপকে যাবেন তিনি। দেশের মাটিতে কুম্বলে টেস্টে ৩৫০টি উইকেট নিয়েছিলেন। আট উইকেট নিলেই অশ্বিন ভেঙে দেবেন সেই রেকর্ড।

সব থেকে বেশি বার ৫ উইকেট: এখনও পর্যন্ত ৩৪ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। দুই ইনিংসেই যদি পাঁচ বা তার বেশি উইকেট তিনি নিতে পারেন, তাহলে কুম্বলেকে টপকে যাবেন। ভারতের হয়ে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে কুম্বলের। সেই রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement