শামার জোসেফ। —ফাইল চিত্র।
টেস্টের প্রথম দিনেই পড়ল ১৭ উইকেট। দক্ষিণ আফ্রিকা ১৬০ রানে অল আউট হয়ে গেল। ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ়ও। এখনও ৬৩ রানে পিছিয়ে তারা।
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। সেই টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু শামার জোসেফদের দাপটে মাত্র ৫৪ ওভারের মধ্যে শেষ হয়ে যায় তাদের ইনিংস। শামার একাই নিয়েছেন পাঁচ উইকেট। তিনটি উইকেট নেন জেডেন সিলস। একটি করে উইকেট নেন জেসন হোল্ডার এবং গুডাকেশ মোতি।
টেম্বা বাভুমার দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ডেন পিট। বাভুমা নিজে কোনও রান পাননি। ২৮ রান করেন ডেভিড বেডিংহ্যাম। ট্রিস্টিয়ান স্টাবস করেন ২৬ রান। নান্দ্রে বার্গার করেন ২৩ রান। তাতেও ১৬০ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
মাত্র ১৬০ রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমেও ব্যর্থ ক্যারিবিয়ান ব্যাটিং। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট তিন রানের বেশি করতে পারেননি। কেসি কার্টি করেন ২৬ রান। দিনের শেষে ৩৩ রান করে অপরাজিত জেসন হোল্ডার। ৯৭ রানের মধ্যে সাত উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নিয়েছেন উইয়ান মুল্ডার। বার্গার নিয়েছেন দু’টি উইকেট। একটি উইকেট কেশব মহারাজের। কাগিসো রাবাডা কোনও উইকেট পাননি।
দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ় চাইবে দক্ষিণ আফ্রিকার রান টপকে যেতে। উল্টো দিকে প্রোটিয়া বাহিনী চাইবে লিড নিতে। দ্রুত তিনটি উইকেট নেওয়াই লক্ষ্য থাকবে বার্গারদের।