—প্রতীকী চিত্র।
দুবাইয়ে আইপিএলের নিলাম ১৯ ডিসেম্বর। তার ১০ দিন আগে মুম্বইয়ে হয়ে যাবে অন্য আইপিএলের নিলাম। মহিলা প্রিমিয়ার লিগের নিলামের জন্য চূড়ান্ত ১৬৫ জন ক্রিকেটারের তালিকা। তাঁদের মধ্যে বিদেশি ৬১ জন বিদেশি।
হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের দ্বিতীয় আইপিএলের আগে দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজ়িগুলি। দুর্বলতা ঢাকতে প্রয়োজন মতো ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ রয়েছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়ির সামনে। ১৬৫ জন ক্রিকেটার নিলামে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ১০৪ জন ভারতীয়। বিদেশি ক্রিকেটার ৬১। টেস্ট স্বীকৃতি নেই এমন দেশগুলির ১৫ জন ক্রিকেটারও রয়েছেন তালিকায়। নিলামের তালিকায় থাকা ৫৬ জন ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১০৯ জনের এখনও দেশের হয়ে খেলার সুযোগ হয়নি।
১৬৫ জন ক্রিকেটারের নাম তালিকায় থাকলেও দল পাবেন ৩০ জন। পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়ি মিলিয়ে সর্বোচ্চ ৩০ জনকে কিনতে পারবে। সর্বোচ্চ ন’জন বিদেশি ক্রিকেটার বিক্রি হতে পারেন। সব থেকে বেশি ৫০ লাখ টাকা ন্যূনতম দাম রেখেছেন দুই ক্রিকেটার। তাঁরা হলেন ডিয়ান্দ্রা ডটিন এবং কিম গ্রাথ। তার পর ৪০ লাখ টাকা করে নিজেদের দাম রেখেছেন চার জন ক্রিকেটার।
রোহিত শর্মা, বিরাট কোহলিরা দল গোছানোর আগেই নিজেদের পরিকল্পনা মতো দল সাজিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন হরমনপ্রীত, মন্ধানারা। এ বার মহিলাদের আইপিএলের ম্যাচগুলি হবে পুণে এবং মুম্বইয়ে।