এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট। ২০২২-এ চিনের হাংঝৌ-তে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটকে ফের অন্তর্ভুক্ত করা হল। ব্যাঙ্ককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওসিএ-র ভাইস প্রেসিডেন্ট রনধীর সিংহ রবিবার এই খবর জানান। ২০১০ ও ২০১৪-য় এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেট হয়েছিল। কিন্তু ভারত তাতে অংশ নেয়নি ঠাসা সূচীর কারণ দেখিয়ে। ২০১৮-য় ক্রিকেটকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ফের তা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ভারতীয় অলিম্পিক সংস্থা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থার সাধারণ সচিব রাজীব মেহতা বলেন, ‘‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা ভারতীয় বোর্ডকে ছেলে ও মেয়েদের দল পাঠাতে অনুরোধ করব। ক্রিকেট থেকে আমরা পদক আনতে পারি।’’
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘২০২২-এ এশিয়ান গেমস। অনেক সময় আছে। তার আগে আমরা এই নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’’ ২০১০ ও ২০১৪-য় পরপর দু’বার এশিয়ান গেমসে দল না পাঠানোয় ভারতের সমালোচনা করেছিল ওসিএ।