Guru Vasu Paranjape

Guru Vasu Paranjape Death: গুরু বাসুর প্রয়াণ, স্তব্ধ সচিনরা

বেশ কয়েক দিন ধরেই পার্কিনসনস রোগে আক্রান্ত ছিলেন। সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ০৭:০৭
Share:

বিদায়: চলে গেলেন সচিনদের কোচ বাসু পরাঞ্জপে। ফাইল চিত্র।

৮২ বছর বয়সে চলে গেলেন বাসু পরাঞ্জপে। সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকর, সচিন তেন্ডুলকরদের এক সময় প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। মুম্বইয়ের বহু ক্রিকেটার তাঁর হাতে তৈরি। ছেলে যতীন পরাঞ্জপেও ভারতীয় দলের হয়ে খেলেছেন। বাসু পরাঞ্জপের মৃত্যুতে শোকাহত ভারতীয় ক্রিকেটমহল।

Advertisement

বেশ কয়েক দিন ধরেই পার্কিনসনস রোগে আক্রান্ত ছিলেন। সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাসু পরাঞ্জপের মৃত্যুর খবর শুনে স্মৃতিরোমন্থন করলেন শোকস্তব্ধ কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি লিখেছেন, ‘‘বাসু স্যর বলেই ডাকতাম তাঁকে। তাঁর মতো প্রাণোচ্ছল মানুষ খুব কম দেখেছি। অনূর্ধ্ব-১৫ জাতীয় শিবিরে আমাদের কোচ ছিলেন। তখন আমি রাত জেগে শ্যাডো প্র্যাক্টিস করতাম বলে সেখানকার নিরাপত্তারক্ষী বাসু স্যরকে গিয়ে নালিশ করেছিলেন। বাসু স্যর বলেছিলেন, ‘ছেলেরা খেলবেই, আপনি না হয় গিয়ে একটু ফিল্ডিং করে আসুন।’ সেই স্মৃতি এখনও তরতাজা। যেখানেই থাকবেন, ভাল থাকবেন বাসু স্যর।’’ ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী লিখেছেন, ‘‘বাসু পরাঞ্জপের মৃত্যুতে আমি শোকাহত। আপনার আত্মার শান্তি কামনা করি।’’

কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে লিখেছেন, ‘‘জাতীয় শিবিরে আপনার প্রশিক্ষণ পেয়েছি। অনেক কিছু শিখেছি। আপনার অভাব অনুভব করব। ভাল থাকবেন স্যর।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement