হরভজন সিংহ এবং বীরেন্দ্র সহবাগ।
সিডনিতে মহম্মদ সিরাজের বর্ণবিদ্বেষের শিকার হওয়া নিয়ে সরব ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। হরভজন সিংহ তো জানিয়েছেন, তিনিও একই ঘটনার শিকার হয়েছিলেন।
হরভজন সিংহ টুইটারে লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে আমাকেও এমন অনেক কথা শুনতে হয়েছে। আমার গায়ের রং, জাত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা প্রথমবার নয়। কীভাবে আটকাবেন এদের?’’
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ টুইটারে লিখেছেন, ‘‘তুমি করলে সার্কাজম আর অন্য কেউ করলে তা রেসিজম। এটা দুর্ভাগ্যজনক। কয়েকজন অস্ট্রেলিয়ান সমর্থক যা করছেন তাতে ভাল একটা টেস্ট ম্যাচটা নষ্ট হচ্ছে।’’ ক্ষোভ পরিষ্কার ভিভিএস লক্ষণের টুইটেও। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে তিনি লেখেন, ‘‘মাঠে আসতে হলে ক্রিকেটারদের সম্মান করতে শিখতে হবে। যদি তা না পারেন, তবে মাঠে না আসাই ভাল।’’
প্রতিবাদে টুইটারে গর্জে উঠলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ওয়াসিম জাফর। ‘স্বদেশ’ ছবির একটি দৃশ্য পোস্ট করে জাফর লেখেন, ‘‘আমাদের দেশে অতিথিদের ভগবান হিসেবে দেখা হয়।’’
আরেক প্রাক্তন ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া লেখেন, ‘‘এই ঘটনা বুঝিয়ে দিল ২০২১-এ এসেও আমরা কয়েকটি সমস্যা থেকে বেরতে পারিনি। আশা করব ক্রিকেট অস্ট্রেলিয়া গোটা ব্যাপারটার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’’
আরও পড়ুন: ফের বর্ণবৈষম্যের শিকার সিরাজ, মাঠ থেকে কিছু দর্শককে বার করে দিল পুলিশ