—ফাইল চিত্র।
এ মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আবারও বেটিংয়ের কালো ছায়া। তবে, ভারতীয় বোর্ড জানাল তারা এই বিষয়টা বেশিদূর এগোতে দেয়নি। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর, দিল্লির এক নার্স এক ভারতীয় ক্রিকেটারের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য জানতে চান। সেই ক্রিকেটার দুর্নীতি দমন শাখার কাছে গোটা ব্যাপারটা দ্রুত জানানোয় তা বেশিদূর এগোয়নি। রাতারাতি পদক্ষেপও নেন দুর্নীতি দমন শাখার প্রতিনিধিরা। বিসিসিআই দুর্নীতি দমন শাখার প্রধান অজিত চান্দিলা জানান, “আইপিএল চলাকালীনই ওই ক্রিকেটার গোটা ব্যাপারটা জানান আমাদের। আমরা ব্যাপারটা তদন্ত করেছি। আমরা এই ব্যাপারে তেমন কিছু পাইনি। ওই নার্সের সঙ্গে বেটিং চক্রের কোনও যোগাযোগ পাওয়া যায়নি।’’
ওই নার্সকে চিনতেন না ওই ক্রিকেটার। তাই তিনি কোথায় কাজ করেন বা থাকেন তা জানতেন না তিনি। তার কাছে ওই নার্স দলের প্রথম একাদশ সম্পর্কে তথ্য চান। তার বেটিংয়ে সুবিধার জন্য।
আরও পড়ুন: টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল
আরও পড়ুন: সিডনিতে সব নিয়ম মেনে চলবেন রাহানেরা, জানাল বিসিসিআই