আক্ষেপ: করোনা-কাঁটায় স্তব্ধ উইম্বলডনও। এই মেজাজে এ বার দেখা যাবে না ফেডেরার, সেরিনাকে।। ফাইল চিত্র
উইম্বলডন বাতিল হওয়ার পরে গোটা মরসুমেই আর কোনও টেনিস প্রতিযোগিতা না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আরও একটা আশঙ্কা দেখা যাচ্ছে। রজার ফেডেরার এবং সেরিনা উইলিয়ামস হয়তো আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ পাবেন না।
অস্ট্রেলিয়ার ন’বারের উইম্বলডন ডাবলস চ্যাম্পিয়ন ও সিঙ্গলস সেমিফাইনালিস্ট টড উডব্রিজ বলেছেন, ‘‘নিজেকেই রজারকে প্রশ্ন করতে হবে এখন আরও একটা মরসুমে টেনিস কোর্টে নামার জন্য নিজেকে ও কী ভাবে উদ্বুদ্ধ করবে? ফেডেরারের যা বয়স এখন তাতে যত কম ম্যাচ খেলবে ততই লক্ষ্যটা কঠিন হয়ে উঠবে। তাই ফেডেরারের আরও একটা বা দুটো গ্র্যান্ড স্ল্যাম জেতার সম্ভাবনা খুবই কম।’’
ফেডেরার যদিও বলেছেন আগামী বছর উইম্বলডনে তিনি খেলবেন। কিন্তু এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি সেরিনা। মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়া থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে থাকা সেরিনার এ বছর সেপ্টেম্বরে বয়স হয়ে যাবে ৩৯। গত বছর উইম্বলডন ফাইনালে সেরিনা হেরে গিয়েছিলেন। ২০১৭ সালে মেয়ে হওয়ার পরে চারটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেও সেরিনা একটিও জিততে পারেননি। ১৮ গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জয়ী কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা বলেছেন, ‘‘এ রকম একটা পরিস্থিতিতে তরুণ খেলায়ড়েরা উন্নতি করার সুযোগ হারাচ্ছে। সেরিনা আর রজারের বয়সি খেলোয়াড়দের কাছে সময় কিন্তু বন্ধু নয়। তাই এ বছর গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ নষ্ট হল।’’
করোনাভাইরাসের জেরে গত বুধবার উইম্বলডন বাতিল হয়ে যায়। একই সঙ্গে পেশাদার টেনিসও স্থগিত হয়ে যায় ১৩ জুলাই পর্যন্ত।