Coronavirus

সূচিতে সবাইকে খুশি করা যাবে না, বলছেন কো

যদিও বসন্তকালে অলিম্পিক্স নিয়ে সন্তুষ্ট নন কো। তাঁর মতে, এতে সব অ্যাথলিটের সুবিধা হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০২:৫৩
Share:

বিরক্ত: অলিম্পিক্সের সময় নির্বাচনে ক্ষুব্ধ কো। ফাইল চিত্র

২৮ মার্চ: টোকিয়ো অলিম্পিক্সের পরিবর্তিত সূচি পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট নন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো।

Advertisement

আগামী বছর কোন সময়ে টোকিয়ো অলিম্পিক্স হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, ‍‘‍‘২০২১ অলিম্পিক্স অনুষ্ঠিত হবে গরমের আগেই।’’ তা থেকেই গোটা বিশ্বের অনুমান, আগামী বছর টোকিয়োতে অলিম্পিক্স হতে পারে বসন্তকালে। ফলে অ্যাথলিটরা গরম ও আর্দ্রতা অনুভব করবেন না।

যদিও বসন্তকালে অলিম্পিক্স নিয়ে সন্তুষ্ট নন কো। তাঁর মতে, এতে সব অ্যাথলিটের সুবিধা হবে না। তিনি বলেছেন, ‍‘‍‘সব খেলা শুরু হওয়ার একটা বিশেষ সময় থাকে বছরে। সূচিতে সবাইকে খুশি করা যাবে না। নিয়মের শিথিলতা দরকার।’’ আগামী বছর অগস্টে বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হওয়ার কথা। কো বলেন, ‍‘‍‘কবে অলিম্পিক্স হবে তার দিনক্ষণ দ্রুত নির্ধারিত হোক। তার ভিত্তিতে অ্যাথলেটিক্সের সূচি প্রকাশিত হবে।’’

Advertisement

এ দিকে, অলিম্পিক্স বাতিল হওয়ায় যে বিশাল আর্থিক ক্ষতির ধাক্কা সামলাতে হবে বলে জানিয়েছেন টোকিয়ো অলিম্পিক্স আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি। অলিম্পিক্সের জন্য জাপান ইতিমধ্যেই ১২ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৮৯,৮৫১ কোটি টাকারও বেশি) বিনিয়োগ করেছে। মোরি বলেন, ‍‘‍‘অলিম্পিক্স বাতিল হয়ে এক বছর পিছিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি অনিবার্য। তা কে বহন করবে বা কী ভাবে করবে, সেটাই বড় প্রশ্ন।’’

এ দিকে, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের শুরু হবে ২০২১ টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা অর্জন র্পবের বাতিল ইভেন্টগুলো। শনিবার এ খবর জানিয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রা। আইওএ প্রেসিডেন্ট এ দিন জাতীয় ক্রীড়া ফেডারেশনের উচ্চপদস্থ আধিকারিকদেরও র্নিদেশ দিয়েছেন ক্রীড়াসূচি বানাতে। জাতীয় ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত প্রতিটি ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট ও সচিবকে এ দিন চিঠিতে তিনি লিখেছেন, ‍‘‍‘করোনাভাইরাস সংক্রমণের দাপট কমে এলে টোকিয়ো অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে পরির্তিত তারিখগুলোতে। দ্রুত খসড়া তৈরি করুন।’’

চলতি বছরের অগস্টের শেষে বেশ কয়েক জন কোচের চুক্তির মেয়াদ শেষ হবে। যাঁদের বেশির ভাগই বিদেশি। সেই চুক্তি নবীকরণের জন্য আইওএ এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনকে পরিকল্পনা করতে বলেছেন বাত্রা। তাঁর কথায়, ‍‘‍‘অলিম্পিক্স এক বছর পিছিয়ে গিয়েছে। অনেক কোচ, সহকারী কোচ ও হাই পারফরম্যান্স ডিরেক্টরের চুক্তির মেয়াদ শেষ হবে সম্প্রতি। সেই চুক্তি ২০২১ সালের শেষ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করতে হবে।’’ যোগ করেন, ‍‘‍‘অ্যাথলিটদের প্রস্তুতির জন্য সূচি, তাঁরা এই মুর্হূতে কোথায় রয়েছেন, তাঁদের স্বাস্থ্যের পরিস্থিতি সর্ম্পকে যাবতীয় খসড়া তৈরি করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement