কাউন্টি ক্রিকেটে এই ছবি ফের কবে দেখা যাবে? ছবি টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাস নিয়ে বিশ্ব জুড়ে জনজীবন কার্যত স্তব্ধ। এই পরিস্থিতিতে ২৮ মে পর্যন্ত পেশাদার ক্রিকেট বন্ধ থাকছে ইংল্যান্ড ও ওয়েলসে। ২০২০ সালের মরসুম সাত সপ্তাহ দেরিতে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের আগে ইসিবি কথা বলে নিয়েছে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সঙ্গে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল ১২ এপ্রিল। ইসিবি বলেছে যে কাউন্টি ক্রিকেট শুরু করার জন্য অনেক রকম সম্ভাবনা খতিয়ে দেখছে তারা। জুন, জুলাই বা অগস্টেও তা শুরু করা যায় কিনা, তা ভেবে দেখা হচ্ছে। ইসিবি প্রয়োজনে ফাঁকা গ্যালারিতে খেলা যায় কি না, সেটাও ভাবছে। ম্যাচ কমানোর ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: দ্রুত প্র্যাকটিস শুরু করতে চাইছে করোনা আতঙ্কে বিদ্ধস্ত ইটালির একাধিক ক্লাব
আরও পড়ুন: পাকিস্তান থেকে ফিরেই আইসোলেশনে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক
জুনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলার কথা ইংল্যান্ডের। ওভালে ৪ জুন শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ। রয়েছে টোয়েন্টি২০ ব্লাস্ট। ইংল্যান্ডের মহিলা দল খেলবে ভারতের বিরুদ্ধে। ইসিবি-র মুখ্য কার্যনির্বাহী অফিসার টম হ্যারিসন বলেছেন, “এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে ২৮ মে-র আগে পেশাদার ক্রিকেট মরসুম শুরু করা যাচ্ছে না। এতে পরিস্থিতির উপর নজর রাখার সময় মিলছে। পরিবর্তিত মরসুম কী দাঁড়াচ্ছে সেটা দেখতে হবে। যতটা সম্ভব নমনীয় থাকতে হবে আমাদের।”