Corona

বেলুড় মঠে গিয়ে দুঃস্থদের জন্য ২০ কুইন্টাল চাল দিলেন সৌরভ

চাল দেওয়ার উদ্দেশে বেলুড় মঠে যান সৌরভ। দুঃস্থদের পাশে এসে দাঁড়ালেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ১৮:৩৯
Share:

করোনা-আক্রান্তদের পাশে এসে দাঁড়ালেন সৌরভ।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বুধবার বেলুড় মঠে গিয়ে গরিবদের জন্য ২০০০ কেজি চাল দিলেন।

Advertisement

গত সপ্তাহে ৫০ লক্ষ টাকার চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌরভ। এ দিন তিনি চাল দেওয়ার উদ্দেশেই যান বেলুড় মঠে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। জানা গিয়েছে, লাল বাবা রাইস নামে এক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগ নিয়েছেন সৌরভ।

স্বয়ং সৌরভও এক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘২৫ বছর পর বেলু়ড় মঠে এলাম। যাঁদের প্রয়োজন, তাঁদের ২০০০ কেজি চাল দেওয়া হল।’ সৌরভের টুইটে রয়েছে চারটি ছবি। যাতে বেলুড় মঠে সন্ন্যাসীদের সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে।

Advertisement

আরও পড়ুন: স্পেনের করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন ইস্টবেঙ্গল ফুটবলারের বৃদ্ধ বাবা

এর আগে সৌরভ প্রয়োজনে ইডেনকে কোয়রান্টিন কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন রাজ্য সরকারকে। সৌরভের নেতৃত্বে বিসিসিআই করোনা প্রতিরোধে ৫১ কোটি টাকা দান করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement