সুরেশ রায়না
করোনাভাইরাস আতঙ্কে পিছিয়ে গিয়েছে আইপিএল। সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। বন্ধ সব ধরনের প্রতিযোগিতা। পিছিয়ে গিয়েছে আইপিএলও। চেন্নাই সুপার কিংসের তারকা সুরেশ রায়নাকে প্রশ্ন করা হয়, আইপিএল পিছিয়ে যাওয়ায় তাঁর প্রতিক্রিয়া কী? রায়না জানিয়ে দেন, আগে জীবন, পরে আইপিএল।
সংবাদসংস্থাকে বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, ‘‘এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবছিই না। আগে মানুষের জীবন। আইপিএল পরেও হতে পারে। জীবন আবার আগের মতো হলে, আইপিএলও ফিরবে।’’ রায়না যোগ করেন, ‘‘ভারতে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে নাই ভাবলাম।’’
চলতি সপ্তাহেই কেন্দ্রীয় ত্রাণ তহবিল ও উত্তর প্রদেশ ত্রাণ তহবিল মিলিয়ে ৫২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। কিন্তু লকডাউনের মাঝে কী ভাবে সময় কাটাচ্ছেন? রায়নার উত্তর, ‘‘দ্বিতীয় সন্তানের বাবা হয়েছি সদ্য। পরিবারের সঙ্গেই তাই সময় কাটাচ্ছি। স্ত্রীয়ের খেয়াল রাখছি। মেয়ের সঙ্গে খেলছি। এ ভাবেই চলছে জীবন। পরিস্থিতি আগের জায়গায় এলে আবার প্রস্তুতি শুরু হবে আইপিএলের।’’