Coronavirus

মার্সেইয়ের সংস্কারক পাফ প্রয়াত

নিজের দেশ সেনেগালে বেশ কিছুদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। বুধবারই টুইট করে পাফের প্রয়াণের খবর দেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ০৫:২৬
Share:

শোক: প্রয়াত মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট পাফ দিউফ। ফাইল চিত্র

রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লোরেঞ্জো সানজ়ের পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আর এক ফুটবল কর্তা। তিনি, ফরাসি লিগ ওয়ানের বিখ্যাত ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট পাফ দিউফ। নিজের দেশ সেনেগালে বেশ কিছুদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। বুধবারই টুইট করে পাফের প্রয়াণের খবর দেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল।

Advertisement

পাফ দিউফের বয়স হয়েছিল ৬৮। তাঁর প্রয়াণে মার্সেইয়ের তরফে দেওয়া বিবৃতিতে প্রাক্তন প্রেসিডেন্টকে ক্লাবের অন্যতম সেরা স্থপতি হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০০৫ থেকে ২০০৯— মার্সেইয়ের প্রেসিডেন্ট ছিলেন পাফ। কোনও বড় ইউরোপীয় ক্লাবে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। প্রথম জীবনে পাফ সাংবাদিকতা করেন। পরে মার্সেল দুসাই, স্যামিহা ন্যাসরি, দিদিয়ে দ্রোগবার মতো নামী ফুটবলারদের এজেন্ট হিসেবে জনপ্রিয় হন। পাফ প্রেসিডেন্ট থাকার সময় মার্সেই দু’বার করে ফরাসি লিগ ওয়ানে রানার্স ও ফরাসি কাপের ফাইনালে উঠেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement