Argentina

Copa America: গোলরক্ষক মার্টিনেজের প্রশংসায় পঞ্চমুখ মেসি

ম্যাচের ৬ মিনিটের মাথায় মেসির পাস থেকে লুয়ার্তো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

Advertisement

নিজস্ব প্রতিবদেন

কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ২৩:০৭
Share:

এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে মেসি টুইটার

‘অসাধারণ’ এই ভাষাতেই দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের প্রশংসা করলেন লিয়োনেল মেসি। সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে তিনটি শট বাঁচিয়ে তিনিই এখন আর্জেন্টিনার নায়ক। ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি মেসির প্রশংসা দুটোই পেয়েছেন মার্টিনেজ।

Advertisement

মেসি বলেন, ‘‘আমাদের দলে এমি (মার্টিনেজ) রয়েছে। ও অসাধারণ। আমরা ওর ওপর আস্থা রেখেছিলাম। কোপার প্রতিটা ম্যাচে ও খেলেছে। আর এবার দলকে ফাইনালে তুলে আমাদের লক্ষ্যপূরণ করল।’’

ম্যাচের ৬ মিনিটের মাথায় মেসির পাস থেকে লুয়ার্তো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৬০ মিনিটে সমতা ফেরান লুইস দিয়াজ। এডউইন করডোনা সামনের দিকে বাড়িয়ে দেওয়া লম্বা থ্রু বক্সের মধ্যে ধরেন দিয়াজ। গতিতে পরাস্ত করেন আর্জেন্টিনার ডিফেন্ডার পেজেল্লাকে। ডান পায়ের টোকায় গোল করে যান দিয়াজ।

Advertisement

নির্ধারিত সময়ে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে ওঠেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনবার কলম্বিয়ার ফুটবলারদের শট বাঁচিয়ে দেন তিনি।

ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement