Indian Football Team

ফিফা ফ্রেন্ডলির জন্য দল ঘোষণা কনস্টানটাইনের

স্টিফেন কনস্টানটাইন দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছেন ফিফা ফ্রেন্ডলি অনেক বেশি খেলতে হবে ভারতকে। কিন্তু ফেডারেশন তেমনভাবে ব্যবস্থা করে উঠতে পারেনি। নেপাল, ভূটান, বাংলাদেশেই সীমাবদ্ধ থাকতে হয়েছে ভারতকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ২০:০৬
Share:

স্টিফেন কনস্টানটাইন দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছেন ফিফা ফ্রেন্ডলি অনেক বেশি খেলতে হবে ভারতকে। কিন্তু ফেডারেশন তেমনভাবে ব্যবস্থা করে উঠতে পারেনি। নেপাল, ভূটান, বাংলাদেশেই সীমাবদ্ধ থাকতে হয়েছে ভারতকে। শেষ পর্যন্ত পূর্তো রিকোর বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলতে নামছে ভারত। তাও আবার ঘরের মাঠে। মুম্বইয়ে ৬১ বছর পর কোনও অফিশিয়াল আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে ভারত। মুম্বইয়ে শেষ খেলা হয়েছিল ১৯৫৫ সালে। কনস্টানটাইনের বক্তব্য ছিল ভারতের থেকে এগিয়ে থাকা দেশের বিরুদ্ধে আরও বেশি করে ম্যাচ খেলা। সেদিক থেকে দেখতে গেলে পূর্তো রিকোর র‌্যাঙ্কিং ১১৪। ভারত ১৫২।

Advertisement

পূর্তো রিকোর বিরুদ্ধে খেলার জন্য ২৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে দিলেন ভারতীয় ফুটবল দলের কোচ কনস্টানটাইন। দল ঘোষণার পর তিনি বলেন, ‘‘এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। মহারাষ্ট্রের জন্যও অনেক বড় ম্যাচ। বহুদিন পর মুম্বইয়ে ফুটবল ফিরছে। পূর্তো রিকোর বিরুদ্ধে খেলাটাও ভারতের জন্য অনেক বড় ব্যাপার।’’

ভারতীয় দল:

Advertisement

গোলকিপার: সুব্রত পাল, গুরপ্রিত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ।

ডিফেন্ডার: রিনো অ্যান্টো, সন্দেশ ঝিঙ্গান, অর্ণব মণ্ডল, কিগান পেরেরা, চিঙ্গলেনসেনা সিংহ, প্রীতম কোটাল, নারায়ন দাস, ফুলগানকো কার্দোজো।

মিডফিল্ডার: বিনীত রাই, ইউজিনসন লিংদো, ধনপাল গনেশ, প্রণয় হালদার, জ্যাকিচাঁদ সিংহ, ইসাক ভ্যানমালসোয়ামা, বিকাশ জাইরু, উদান্ত সিংহ, হোলিচরণ নার্জারি, রোলিন বর্জেস, অলউইন জর্জ, জার্মানপ্রীত সিংহ। মহম্মদ রফিক, অর্জুন টুডু।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, জেজে লালপেখলুয়া, সুমিত পাসি।

আরও খবর

মুম্বইয়ে বার্সার স্কুল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement