UFC

প্রত্যাবর্তনের আগে হুঙ্কার ম্যাকগ্রেগরের

এমএমএ-র রিংয়ে না হোক, অন্য কোথাও বছর দুয়েক আগের হারের বদলা নিতে মরিয়া ম্যাকগ্রেগর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ০৫:১৭
Share:

ফাইল চিত্র।

রাজা রিংয়ে ফিরছেন। ইউএফসি-তে (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ)কোনর ম্যাকগ্রেগরের প্রত্যাবর্তন ঘটছে ডোনাল্ড ‘কাউবয়’ সেরনের বিরুদ্ধে লড়াইয়ে। আজ, রবিবার সকালে লাস ভেগাসে সম্মান পুনরুদ্ধারে নামবেন এই মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) ফাইটার। সেই লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্র থেকে ই-মেলে আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকারে মনের কথা খুলে বললেন ম্যাকগ্রেগর। জানালেন, কী ভাবে ফ্লয়েড মেওয়েদারকে হারিয়ে প্রতিশোধ নিতে চান। তাঁর কথা, ‘‘ফ্লয়েড আমাকে বলেছিল, প্রথমে আমি ওর সঙ্গে বক্সিং রিংয়ে লড়ব। তার পরে ও আমার সঙ্গে এমএমএ-র রিংয়ে নামবে। লিখিত চুক্তি হয়নি। ফ্লয়েড মুখে বলেছিল। এখন দেখা যাচ্ছে ও সেই লড়াইটা লড়বে না।’’

Advertisement

এমএমএ-র রিংয়ে না হোক, অন্য কোথাও বছর দুয়েক আগের হারের বদলা নিতে মরিয়া ম্যাকগ্রেগর, ‘‘এমএমএ-র রিংয়ে নামতে ফ্লয়েডকে চাপ দেব না। কিন্তু ওর সঙ্গে আরও এক বার লড়াই করতে চাই। দরকার হলে আবার বক্সিং রিংয়ে নামব। কিন্তু ওই লড়াইটা আমাকে লড়তেই হবে।’’ এমএমএ-তে আপনি রাজত্ব করেছেন। কিন্তু রিংয়ে নামতে জীবনের ভয় পাননি? মনে হয়নি, এ বার যদি অক্ষত থেকে না ফিরতে পারি? জবাব, ‘‘বাইরে থেকে আমাকে দেখে বোঝা যায় না, কিন্তু সত্যি কথাটা বলি। আমিও কিন্তু মারাত্মক ভয় পাই রিংয়ে নামার সময়। আর আমি এমন একটা লোক যে ভয় পাই বলতে ভয় পায় না। সত্যিটা কেন গোপন করব?’’ যোগ করছেন, ‘‘আমি কাউকে ধোকা দিতে চাই না। যেটা সত্যি, সেটা পরিষ্কার বলে দিই।’’

জীবনে অনেক কি‌ছু পেয়েছেন। কিন্তু এখনও কোন স্বপ্নটা অপূর্ণ, যার পিছনে ছুটতে চান? ম্যাকগ্রেগরের জবাব, ‘‘আমি একবার বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই। এটাই এখন আমার স্বপ্ন।’’ কী ভাবে পূরণ করতে চান সেই স্বপ্ন, তাও বলেছেন এই মহাতারকা। ম্যাকগ্রেগরের কথায়, ‘‘ম্যানি প্যাকোয়ার সঙ্গে কথাবার্তা চলছে। ওর সঙ্গে আমার লড়াই হতে পারে। আমার মুকুটে বক্সিংয়ের বিশ্বজয়ীর পালকটা দারুণ মানাবে। বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই দেখাব আমি।’’

Advertisement

ইউএফসি ২৪৬: কোনর ম্যাকগ্রেগর বনাম ডোনাল্ড সেরন। সরাসরি সোনি টেন টু এবং সোনি টেন থ্রি চ্যানেলে সকাল ৮.৩০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement