মেয়ের সঙ্গে শ্রীনিবাসন। ফাইল ছবি
ভারতীয় ক্রিকেট বোর্ডে ফের স্বার্থের সংঘাতের ছায়া। নতুন করে অভিযোগের আঙুল উঠল বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের মেয়ে রুপা গুরুনাথের দিকে। বোর্ডের এথিক্স অফিসার ডি কে জৈন চিঠি পাঠিয়েছেন রুপাকে।
গত বছর নভেম্বরে সঞ্জীব গুপ্তা বোর্ডের এথিক্স অফিসারের কাছে অভিযোগ করেছিলেন। রূপার বিরুদ্ধে অভিযোগ, তিনি তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি হওয়ার পাশাপাশি ইন্ডিয়া সিমেন্টসের ডিরেক্টর। এই ইন্ডিয়া সিমেন্টসই বকলমে চেন্নাই সুপার কিংসের মালিক। ফলে একইসঙ্গে দুটি পদে থাকায় তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। ফলে আদেশ অনুযায়ী, রুপাকে যে কোনও একটি পদ ছাড়তে হবে।
যদিও রূপার আইনজীবী পি এস রমন বারবার বলে এসেছেন যে, তাঁর মক্কেলের সঙ্গে সিএসকে দলের কোনও সম্পর্ক নেই। কিন্তু জৈন স্পষ্ট জানিয়েছেন, যেহেতু ইন্ডিয়া সিমেন্টসের অধস্তন সংস্থাই সিএসকে দল চালায়, সেহেতু এখানে স্বার্থের সংঘাত হচ্ছে।