গড় গতিই বলে দিচ্ছে পেস সাম্রাজ্যের অধীশ্বর এখন বুমরা-ইশান্তরাই

বিশ্বকে দুর্দান্ত সব স্পিনার উপহার দিলেও পেস বিভাগে বরাবরই পিছিয়ে ছিল ভারত। কপিল-জাহিররা ভাল বোলার হলেও ভয়ঙ্কর গতি ছিল না কারওরই। কিন্তু সেই অভিযোগ এখন অতিত। বুমরা-ইশান্তরা এখন গতিতেই মাত করছেন রুটদের। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের বাকি দেশগুলির পেসশক্তির সামনে কোথায় দাঁড়িয়ে ভারতীয় পেসাররা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ১৪:৩২
Share:
০১ ২১

বিশ্বকে দুর্দান্ত সব স্পিনার উপহার দিলেও পেস বিভাগে বরাবরই পিছিয়ে ছিল ভারত। কপিল-জাহিররা ভাল বোলার হলেও ভয়ঙ্কর গতি ছিল না কারওরই। কিন্তু সেই অভিযোগ এখন অতিত। বুমরা-ইশান্তরা এখন গতিতেই মাত করছেন রুটদের। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের বাকি দেশগুলির পেসশক্তির সামনে কোথায় দাঁড়িয়ে ভারতীয় পেসাররা।

০২ ২১

যশপ্রীত বুমরা: ভারতীয় পেস ব্যাটারির অন্যতম সদস্য বুম বুম বুমরার গড় গতি ১৪০-১৪৪ কিমি/ঘণ্টা। ছবি: এপি।

Advertisement
০৩ ২১

উমেশ যাদব: বিদর্ভের এই ডানহাতি পেসারের গড় গতি ১৪০-১৪২ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

০৪ ২১

ইশান্ত শর্মা: চোট আঘাতের কিছু সমস্যা থাকলেও লম্বা এই পেসারের গড় গতি ১৩৮-১৪০ কিমি/ঘণ্টা। ছবি: এএফপি।

০৫ ২১

মহম্মদ শামি: বাংলার ডানহাতি এই পেসারের গড় গতি ১৪০-১৪৪ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

০৬ ২১

হার্দিক পাণ্ড্য: গতিতে কম যান না অলরাউন্ডার হার্দিকও। গড় গতি ১৩৭-১৪০ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

০৭ ২১

জেমস অ্যান্ডারসন: নিখুঁত লাইন লেংথে বল করলেও ইংল্যান্ডের সেরা পেসারের গড় গতি কিন্তু ১২৭-১৩১ কিমি/ঘণ্টা। ছবি: এএফপি।

০৮ ২১

স্টুয়ার্ট ব্রড: পেসারসুলভ আগ্রাসনের কোনও খামতি না থাকলেও ব্রডের গড় গতি কিন্তু মাত্র ১২৯-১৩৩ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

০৯ ২১

বেন স্টোকস: অলরাউন্ডার স্টোকসকে ঠিক পেসার বলা চলে না। স্টোকসের গড় গতি ১২৬-১৩০ কিমি/ঘণ্টা।

১০ ২১

ক্রিস ওকস: স্টোকসের মতো আরেক ইংরেজ অলরাউন্ডার ওকসেরও গতি তেমন কিছু নয়। গড় গতি মাত্রই ১২৩-১২৭ কিমি/ঘণ্টা। ছবি: রয়টার্স।

১১ ২১

মিচেল স্টার্ক: অজি পেস আক্রমণের সেরা অস্ত্র। বাঁহাতি মিচেলের গড় গতি ১৪০-১৪৫ কিমি/ঘণ্টা।

১২ ২১

প্যাট কামিন্স: ভাল গতিতে বল করতে পারেন এই অজি স্পিডস্টারও। ডানহাতি কামিন্সের গড় গতি ১৩৮-১৪০ কিমি/ঘণ্টা।

১৩ ২১

জস হ্যাজলউড: স্টার্ক-কামিন্সের মতো না হলেও মোটামুটি জোরে বল করেন হ্যাজেলউডও। গড় গতি ১৩৫-১৩৮ কিমি/ঘণ্টা।

১৪ ২১

জেমস প্যাটিনসন: অস্ট্রেলিয়া প্রথম একাদশে নিয়মিত না হলেও ডানহাতি প্যাটিনসনের গড় গতি ১৩৫-১৩৮ কিমি/ঘণ্টা।

১৫ ২১

মহম্মদ আমির: স্পট ফিক্সিং কাণ্ড এখন অতিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার বাঁহাতি আমিরের গড় গতি ১৩৮-১৪০ কিমি/ঘণ্টা।

১৬ ২১

মহম্মদ আব্বাস: পাক দলের নতুন মুখ এই পেসারের গড় গতি ১৩০-১৩৫ কিমি/ঘণ্টা।

১৭ ২১

হাসান আলি: টেস্ট বা ওয়ান ডে, পাক দলের নিয়মিত সদস্য এই পেসারের গড় গতি ১৩৩-১৩৭ কিমি/ঘণ্টা।

১৮ ২১

ফাহিম আশরফ: পাক পেস ব্যাটারির অন্যতম সদস্য ফাহিমের গড় গতি ১৩৩-১৩৫ কিমি/ঘণ্টা।

১৯ ২১

ডেল স্টেন: এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার স্টেনের গড় গতি ১৪৫-১৪৮ কিমি/ঘণ্টা।

২০ ২১

কাগিসো রাবাডা: প্রোটিয়া পেস আক্রমণের নয়া সেনসেশন এই ডানহাতির গড় গতি ১৪৫-১৪৮ কিমি/ঘণ্টা।

২১ ২১

লুঙ্গি এনগিডি: পেসের সঙ্গে সুইং মিশিয়ে বিপক্ষকে পর্যুদস্ত করতে এনগিডির জুড়ি মেলা ভার। এই ডানহাতির গড় গতি ১৩৫-১৪০ কিমি/ঘণ্টা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement