Commonwealth Games 2022

এক দিনে তিন পদক ভারতের, কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনাও

সোনার কাছাকাছি এসেও পারলেন না সঙ্কেত। শেষ মুহূর্তে চোট পেলেন। মালয়েশিয়ার প্রতিযোগীর কাছে হেরে গেলেন। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৩:২০
Share:

শনিবার ভারতকে প্রথম পদকটি এনে দেন সঙ্কেত। —ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ০১:০৫

হকিতে জয়

মেয়েদের হকিতে ওয়েলসের বিরুদ্ধে ৩-১ গোলে জেতে ভারত।

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ০১:০৩

কোয়ার্টার ফাইনালে লভলিনা

প্রি-কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের এরিয়ান নিকোলসনকে উড়িয়ে দিলেন তিনি। ম্যাচের ফল লভলিনার পক্ষে ৫-০।

Advertisement
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ০১:০৩

ভারোত্তোলনে তিন পদক

সঙ্কেত রুপো পেয়েছিলেন। ভারোত্তোলনে ব্রোঞ্জ পেলেন গুরুরাজা। শনিবার রাতে ভারতকে সোনা এনে দেন মীরাবাই চানু।

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৫:৫১ key status

রুপো পেলেন সঙ্কেত

সোনার কাছাকাছি এসেও পারলেন না সঙ্কেত। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পেলেন। মালয়েশিয়ার প্রতিযোগী ১৪২ কেজি তুলে সোনা জিতলেন।

Advertising
Advertising
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৫:৪২

অল্পের জন্য সোনা হাতছাড়া ভারতের

ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১৩৫ কেজি তোলেন সঙ্কেত। দ্বিতীয় এবং তৃতীয় চেষ্টায় ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান তিনি। দুই বিভাগ মিলিয়ে তিনি ২৪৮ কেজি। শীর্ষে ছিলেন তিনি। 

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৫:২১

টেবিল টেনিসে এগিয়ে ভারত

গুয়েনার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। মণিকা বাটরা জিতলেন ১১-১, ১১-৩, ১১-৩ ফলে। ভারত এগিয়ে রয়েছে ২-০ ব্যবধানে। 

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৫:১৮

সাঁতারে ফের ব্যর্থ ভারত

২০০ মিটার ফ্রিস্টাইলে নেমেছিলেন ভারতের কুশগ্র রাওয়াত। তিনি শেষ করেন অষ্টম স্থানে। সময় নেন ১.৫৪.৫৬ মিনিট।

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৫:১৬

ব্যাডমিন্টনে ভারত বনাম শ্রীলঙ্কা

গ্রুপ এ-তে শ্রীলঙ্কার প্রতিযোগীর বিরুদ্ধে জিতলেন লক্ষ্য সেন। ২১-১৮, ২১-৫ ফলে জেতেন তিনি। এর আগে মিক্সড ডাবলসে সাত্ত্বিক সাইরাজ এবং অশ্বিনী পোনাপ্পা জেতেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৪:৪৮

ভারোত্তোলনে সঙ্কেত সরগর

ভারোত্তোলনে ৫৫ কেজি বিভাগে নেমেছেন সঙ্কেত। প্রথম চেষ্টায় ১০৭ কেজি তোলেন তিনি। দ্বিতীয় চেষ্টায় তোলেন ১১১ কেজি। তৃতীয় বার তোলেন ১১৩ কেজি। স্ন্যাচ ইভেন্টের শেষে শীর্ষে রয়েছেন ভারতের ভারোত্তোলক। 

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৩:২০ key status

শনিবার কমনওয়েলথে খেলতে নামবেন কারা?

শনিবার কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিযোগীরা খেলতে নামবেন লন বল, বক্সিং, ব্যাডমিন্টন, সাইক্লিং, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকস, টেবল টেনিস, হকি, স্কোয়াশ, সাঁতার এবং ভারোত্তোলনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement