শিক্ষা সচিবকে হাই কোর্টে তলব
কার নির্দেশে অবৈধদের চাকরিতে পুনর্বহালের আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন, সিবিআইকে সেটি তদন্ত করে দেখতে বলেছে কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্কুল শিক্ষা সচিবকেও উচ্চ আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। সে দিকে নজর থাকবে।
আদালতে মানিকের হাজিরা
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের যে জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। ওই দিন তাকে আদালতে হাজির করানো হতে পারে। সে দিকে নজর থাকবে।
বিধানসভার অধিবেশন
শীতকালীন অধিবেশন শুরু হবার পর বুধবার প্রথম বিধানসভায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন এসেই বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় কী হয়, সে দিকে নজর থাকবে।
বিশ্বকাপ ফুটবল
বৃহস্পতিবারে ফুটবল বিশ্বকাপের চারটি ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে তিনটেয় প্রথম ম্যাচ। সুইৎজারল্যান্ড বনাম ক্যামেরুন। এর পর উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া, পর্তুগাল বনাম ঘানা, ব্রাজিল বনাম সার্বিয়া।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শ্রদ্ধা খুনের তদন্ত কোন পথে
শ্রদ্ধা ওয়ালকর হত্যার তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের হাতে। মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
রাজ্যের আবহাওয়া কেমন
রাজ্যে ধীরে ধীরে পারদ নামছে। শীতের আগমন ঘটছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরে হাওয়ার প্রভাবে শীতভাব বজায় থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই ধীরে ধীরে কমবে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে না। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে তা মেনে চলতে বলা হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে রাজ্য জুড়ে। সব মিলিয়ে ডেঙ্গি সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।