শপথ নেবেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফাইল চিত্র।
নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথ
মঙ্গলবার কলকাতায় পৌঁছেছেন বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সকালে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আজ বেলা পৌনে ১১টা নাগাদ বাংলার নতুন এবং স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেবেন আনন্দ। তাঁকে শপথবাক্য পাঠ করানোর কথা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। সেই খবরের দিকে নজর থাকবে।
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর কর্মসূচি
আজ দুপুর সাড়ে ১২টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমির পাট্টা বিলির কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে দিকে নজর থাকবে।
বিধানসভার শীতকালীন অধিবেশন
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সরগরম ছিল বিধানসভার অধিবেশন। উত্তরবঙ্গের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তা গৃহীত না হওয়ায় বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। বিধানসভা চত্বর তাঁদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। আজকের অধিবেশনের দিকেও নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
প্রাথমিক নিয়োগ মামলা
আজ দুপুর দুটোয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি রয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট জমা দিতে পারে সিবিআই। সে দিকে নজর থাকবে।
ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের বিধানসভা অভিযান
মহার্ঘ ভাতা-সহ তিন দফা দাবিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি-সহ অন্য সংগঠনগুলির যৌথ মঞ্চ আজ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। পাশাপাশি, আজ দুপুর দুটোয় ধর্মতলায় লেনিন মূর্তির সামনে জমায়েতও করবে তারা। নজর থাকবে এই খবরের দিকে।
পুরুলিয়ায় মিঠুন-সুকান্ত জুটির সভা
আসন্ন পঞ্চায়েত ভোটে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছে বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে জুটি বেঁধে আজ থেকেই শুরু হয়ে যাবে মিঠুনের রাঢ়বঙ্গ পরিক্রমা। নজরে থাকবে সেই কর্মসূচি।
বিশ্বকাপ ফুটবল
আজ বিশ্বকাপের চারটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ৩টেয়। মরক্কো বনাম ক্রোয়েশিয়া। তার পরেই রয়েছে জার্মানি বনাম জাপান, স্পেন বনাম কোস্টারিকা, বেলজিয়াম বনাম কানাডার খেলা।