News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ১০

টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের ম্যাচ। নদিয়ায় মমতার প্রশাসনিক সভা। মাদ্রাসা-নিয়োগে উত্তরপপত্রে ‘কারচুপি’, শুনানি হাই কোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ০৬:৫৭
Share:

ভারত বনাম ইংল্যান্ডের খেলা রয়েছে বৃহস্পতিবার। ছবি পিটিআই।

টি২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল

Advertisement

আজ, বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ভারত বনাম ইংল্যান্ডের খেলা। দুপুর দেড়টা নাগাদ খেলাটি শুরু হবে। এই ম্যাচ যে দল জিতবে তারাই যাবে ফাইনালে।

নদিয়ায় মমতার প্রশাসনিক সভা

Advertisement

জনসভার পর আজ নদিয়ায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে তাঁর এই কর্মসূচিটি রয়েছে। নজর থাকবে এই বৈঠকের দিকে।

২০১৪-র টেটে শূন্যপদ পূরণ নিয়ে শুনানি হাই কোর্টে

২০১৪-র টেটে বকেয়া শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ সেখানে মামলাটির শুনানি রয়েছে।

মাদ্রাসা-নিয়োগে উত্তরপপত্রে ‘কারচুপি’, শুনানি হাই কোর্টে

মাদ্রাসা-নিয়োগের উত্তরপত্রে ‘কারচুপি’র অভিযোগ উঠেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এই মামলায় কমিশনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে কলকাতা হাই কোর্ট। আজ ফের শুনানি রয়েছে। দুপুর ২টো নাগাদ মামলাটি শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পাকিস্তান দলের খবর

টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবারের সেমিফাইনালে যে দল জিতবে তাদের মুখোমুখি হবেন বাবর আজমরা। সেই মতো প্রস্তুতি শুরু হয়েছে। আজ পাকিস্তান দলের খবরের দিকে নজর থাকবে।

আইএসএল-এ এটিকে মোহনবাগান ম্যাচ

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হবে।

নন্দীগ্রামে শুভেন্দুর কর্মসূচি

নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দুপুর নাগাদ তাঁর এই কর্মসূচিটি শুরু হওয়ার কথা। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

মানিকের আদালতে হাজিরা

নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আজ তাঁকে আদালতে হাজিরা করানো হবে। আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত কমছে না। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গি নিয়ে সচেতনতায় জোর দিয়েছে নবান্ন। কলকাতা ও জেলাগুলিতে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ করতে বলা হয়েছে। অন্য দিকে, ডেঙ্গি মোকাবিলায় শাসকদলকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা।

আবহাওয়া কেমন?

আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে রাজ্যে। কলকাতায় সকালের দিকে অনুভূত হবে ঠান্ডা। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে। শীত পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, কড়া শীতের জন্য আরও ক’দিন অপেক্ষা করতে হবে।

অভিনেত্রী ঐন্দ্রিলার খবর

একই অবস্থায় রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শারীরিক অবস্থার বিশেষ অবনতি হয়নি। কিছুটা উন্নতির পথেই। কড়া অ্যান্টিবায়োটিক চলছে। তাঁর স্নায়ুজনিত কিছু সমস্যাও রয়েছে। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement