বেন্টেক। অন্য নজির গড়ে।
রেকর্ড অর্থে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করার পরে মোরিনহোর টিমে প্রত্যাশিত ফর্মের ধারেকাছে থাকছেন না। কিন্তু প্রাক্ বিশ্বকাপে দেশের জার্সিতে মেগা ম্যাচে নায়ক সেই পল পোগবা-ই। নেদারল্যান্ডসকে তাঁর গোলেই ১-০ হারাল ফ্রান্স। গত শুক্রবার ফরাসিদের আগের ম্যাচেই খারাপ ফর্মের জন্য কোচ দিদিয়ের দেশঁর সমালোচনার শিকার হন পোগবা। কিন্তু গত রাতে আমস্টারডামে অ্যাওয়ে যুদ্ধে লে ব্লুজদের মানরক্ষা হল পোগবার দুরন্ত ফুটবলেই। তাঁর পঁচিশ গজের অসাধারণ ভলি ডা়চ গোলকিপার মার্টেন হাতে লাগালেও শটের প্রচণ্ড জোর আর গতির সামনে হার মানেন।
এ দিকে, বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের ফর্মে ফেরার দিন বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোল করার নতুন রেকর্ড হল। করলেন ইউরোপের এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দেশ বেলজিয়ামের বেন্টেক। ২৫ বছর বয়সি এই ক্রিস্টাল প্যালেস স্ট্রাইকার ম্যাচের মাত্র সাত সেকেন্ডে গোলটি করেন। দুর্বল ফারো আইল্যান্ডসকে ৬-০ গোলে হারায় বেলজিয়াম। যার মধ্যে রয়েছে বেন্টেকের হ্যাটট্রিক-ও। তিনি ভেঙে দিয়েছেন ১৯৯৩-এ প্রাক্ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সান মারিনোর গুয়ালতিয়েরির ম্যাচের ৮.৩ সেকেন্ডে গোল করার রেকর্ড।