Chris Gayle

৬,৬,৪,৪,৬,৬! পাক স্পিনারের এক ওভারে ৩২ নিলেন গেল, দেখুন ভিডিয়ো

১৩ তম ওভারে বিধ্বংসী মেজাজে ধরা দেন গেল। পাক স্পিনারের ওভারে ৩২ রান নেন ইউনিভার্স বস। চারটি ছক্কা ও দু’টি বাউন্ডারি হাঁকান গেল।

Advertisement

সংবাদ সংস্থা

টরন্টো শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ১৪:৪০
Share:

গেলের বিধ্বংসী ব্যাটিং কানাডায়। ছবি: গ্লোবাল টি টোয়েন্টির টুইটার পেজ থেকে।

ক্রিস গেলের দাপট চলছে গ্লোবাল টি টোয়েন্টি প্রতিযোগিতায়। ‘ক্যারিবিয়ান দৈত্য’র দুরন্ত ৯৪ রানের জন্য ভ্যাঙ্কুভার নাইটস ছ’উইকেটে শুক্রবার হারাল এডমন্টন রয়্যালসকে।

Advertisement

১৬৬ রান তাড়া করতে নেমে ভ্যাঙ্কুভার নাইটস-এর শুরুটা ভাল হয়নি। শুরুতেই টোবিয়াস ভিসি-র উইকেট হারায় তারা। গেলের সঙ্গী হন চ্যাডউইক ওয়ালটন। মাত্র ১৭ রানে তিনিও ফিরে যান।

দ্রুত উইকেট হারালেও গেলকে থামানো যায়নি। ১৩ তম ওভারে বিধ্বংসী মেজাজে ধরা দেন গেল। পাক স্পিনারের ওভারে ৩২ রান নেন ইউনিভার্স বস। চারটি ছক্কা ও দু’টি বাউন্ডারি হাঁকান গেল। ৪৪ বলে ৯৪ রান করে কাটিংয়ের বলে ফেরেন গেল। পরের বলেই আন্দ্রে রাসেল আউট হন। ভারতের বিরুদ্ধে প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচে খেলতে দেখা যাবে না রাসেলকে। যে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ক্যারিবিয়ান অলরাউন্ডারের, সেই হাঁটুই ভোগাচ্ছে তাঁকে। সেই কারণেই ভারতের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে নিজেকে সরিয়ে নেন তিনি।

Advertisement

আরও পড়ুন: ৫৪ বলে গেলের বিধ্বংসী ১২২, চিন্তা বাড়াচ্ছে কোহালিদের

আরও পড়ুন: ৯টি নতুন রেকর্ড হতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজে, দেখে নিন কী কী

রাসেল দ্রুত ফিরে গেলেও শোয়েব মালিকের অপরাজিত ৩৪ রানের সৌজন্যে ম্যাচ জিততে সমস্যা হয়নি নাইটস-দের। এর আগে ব্যাট করতে নেমে এডমন্টন রয়্যালস-এর শুরুটা ভাল হয়নি। বেন কাটিংয়ের ৭২, মহম্মদ নওয়াজের ৪০ রানে এডমন্টন রয়্যালস করে ৯ উইকেটে ১৬৫ রান।

এর আগে মন্ট্রিয়েল টাইগার্সের বিরুদ্ধে গেল ৫৪ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটি অবশ্য মন্দ আবহাওয়ার জন্য পরিত্যক্ত হয়। কেরিয়ারের এই পড়ন্ত বেলায় এসেও গেলের ব্যাট কথা বলছে। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবেন গেল। বিরাট কোহালির বোলারদের পরীক্ষা নেবেন গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement