বিগ ব্যাশে ব্যাটে ঝড় তোলার পরের দিন ফের অন্য ঝড় তুললেন ক্রিস গেইল।
এ বার সোশ্যাল মিডিয়ায়। টার্গেট প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা এবং প্রচারমাধ্যমের একাংশ। সপ্তাহ দু’য়েক আগে বিগ ব্যাশে বিতর্কে জড়ানোর পর যাঁরা তাঁর সমালোচনা করেছিলেন। যাঁরা পাশে দাঁড়াননি। বিগ ব্যাশে ম্যাচ চলার মধ্যেই এক মহিলা সাংবাদিককে ডেট-এ যাওয়ার প্রস্তাব দিয়ে প্রবল বিতর্কে জড়িয়ে পড়েছিলেন গেইল। বিতর্কের আগুন এতটাই ছড়িয়েছিল যে গেইলের উপর নিষেধাজ্ঞা চাপানোর দাবিও করেছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল।
সোমবার বিগ ব্যাশের চলতি মরসুমের শেষ ম্যাচ খেলার পর ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে গেইল যে সব মন্তব্য করেছেন, তাতে ঝড় উঠেছে ক্রিকেট মহলে। গেইলের বোমা, ‘‘যে সব প্রাক্তন ক্রিকেটাররা বলছে আমার ব্যবহার ঠিক নয়, খারাপ প্রভাব ফেলবে তরুণদের উপর, তাদের বলছি, আমার কিস্যু যায় আসে না তোমরা কী বললে। এসে আমার কালো....-তে চুমু খেয়ে যাও।’’
কোনও ক্রিকেটারের নাম না করলেও গেইলের এই অশালীন আক্রমণের লক্ষ্য তিন ক্রিকেটার বলে মনে করা হচ্ছে। এক জন ইয়ান চ্যাপেল। অন্য দু’জন হলেন অ্যান্ড্রু ফ্লিন্টফ এবং ক্রিস রজার্স। এই তিন জনই কড়া ভাষায় গেইলের সমালোচনা করেছিলেন।
গেইল তাঁর পোস্টে আরও লিখেছিলেন, ‘‘অনেকে ভাবছেন অস্ট্রেলিয়ায় এটাই হয়তো আমার শেষ ইনিংস। গোটা বিশ্বের বিভিন্ন লিগে আমাকে ঘিরেই কিন্তু যত রমরমা। তার মধ্যে বিগ ব্যাশও আছে।’’ এর পরই ক্যারিবিয়ান তারকার ফের তোপ, ‘‘আমায় যারা ঘৃণা করেন তাদের তো আরও বেশি করে ধন্যবাদ দেব। প্রাক্তন আর বর্তমান অনেক ক্রিকেটার যারা সামনে হাসি মুখে থাকে, তারা ওই বিতর্কের সময় আমার পাশে দাঁড়াতে পারত। কিন্তু যখন প্রয়োজন ছিল, তাদের সেই সাহসটাই হল না। জানি এর পর যখন আমার সঙ্গে দেখা হবে এরাই বলবে, যা হয়েছে তোমার সঙ্গে সেটার কোনও মানেই হয় না।’’