বিতর্কিত সেই ছবি। —ইনস্টাগ্রাম
টিভিতে এক মহিলা সাংবাদিকের সঙ্গে ফষ্টিনষ্টি করতে গিয়ে ইতিমধ্যেই জরিমানা দিতে হয়েছে সাত হাজার মার্কিন ডলার। বিগ ব্যাশ থেকেই হতে পারেন নির্বাসিত। দল মেলবোর্ন রেনেগেডস নাকি তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করতে চায়। ক্রিস গেইল তবু অদম্য!
পাল্টা দিতে জামাইকান ইনস্টাগ্রামে ডোয়েন ব্র্যাভোর সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘পকেট পুরো খালি তাই আজ রাতে ডিনারের বিল ব্র্যাভো দিচ্ছে...চলো বাজাও ডিজে।’’ ছবিতে তাঁর টি-শার্টে ইংরেজির ‘একসেল’ শব্দটার সামনে-পিছনে ডলার চিহ্ন। হঠাৎ পড়লে মনে হবে, ‘সেক্সসেলস’। বাংলায় দাঁড়ায়, ‘যৌনতার বাজার আছে’। অবশ্য সমালোচকদের গেইল যতই বিদ্রুপ করুন, তাঁর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ ক্রমশ জটিল চেহারা নিচ্ছে। ইতিমধ্যেই গেইল নিয়ে মুখ খুলেছেন একাধিক মহিলা সাংবাদিক। তাঁর বিরুদ্ধে গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বড় অভিযোগ, গত বছর বিশ্বকাপ চলাকালীন ড্রেসিংরুমে মহিলা কর্মচারীর দিকে অঙ্গপ্রদর্শনের। যে অভিযোগ প্রমাণ হলে গুরুতর শাস্তির মুখে পড়তে পারেন গেইল।