গড়াপেটার ক্রিকেট: কাঠগড়ায় কেয়ার্নস

কেকেআরে খেলার সময় ম্যাকালামকে স্পট ফিক্সিংয়ের টোপ

সাত বছর আগে কেকেআরে খেলার সময় হোটেলে তাঁকে স্পট ফিক্সিংয়ের টোপ দিয়েছিলেন ক্রিস কেয়ার্নস। এ দিন লন্ডনের আদালতে নিজের বয়ানে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বর্তমান নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০৩:৪১
Share:

সাত বছর আগে কেকেআরে খেলার সময় হোটেলে তাঁকে স্পট ফিক্সিংয়ের টোপ দিয়েছিলেন ক্রিস কেয়ার্নস। এ দিন লন্ডনের আদালতে নিজের বয়ানে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বর্তমান নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম।

Advertisement

এ দিন লন্ডনের আদালতকে ম্যাকালাম জানিয়েছেন, প্রথম বার কেয়ার্নসের প্রস্তাব পান কলকাতায়। ২০০৮-এর এপ্রিলে নাইট রাইডার্সের হয়ে রিকি পন্টিংয়ের সঙ্গে আইপিএলে খেলার সময়। বলেন, ‘‘কেয়ার্নস হোটেলের ঘরে ডেকে পাঠিয়ে ওয়াইন আর কারি খাওয়াতে খাওয়াতে প্রশ্ন করেছিল আমি ম্যাচ গড়াপেটা সম্পর্কে কিছু জানি কি না।’’

নিজের ‘হিরো’র প্রস্তাবে তিনি স্তম্ভিত হয়ে যান জানিয়ে ম্যাকালাম বলেন যে, কেয়ার্নস তাঁকে সে বছরই আরও দু’বার গড়াপেটার ‘বাণিজ্যিক প্রস্তাব’ দিয়েছিলেন। ‘‘ও সে দিন কলকাতায় খাতা পেনসিল নিয়ে ম্যাচের প্রতিটা অধ্যায় ধরে ধরে স্পট ফিক্সিংয়ের রূপরেখা তৈরি করে দেখিয়েছিল,’’ আদালতে বলেছেন ম্যাকালাম। সেই সময় ড্যানিয়েল ভেত্তোরি এবং জেকব ওরামকেও প্রস্তাব দিয়েছিলেন কেয়ার্নস। তাঁরা প্রত্যাখ্যান করায় রেগে ম্যাকালামকে বলেছিলেন, ‘‘ওদের দম নেই।’’ এশিয়ার কয়েক জন ক্রিকেটারের নাম করে বলেছিলেন, স্পট ফিক্সিংয়ে এক একবারে সত্তর হাজার থেকে দু’লক্ষ মার্কিন ডলার রোজগার হতে পারে।

Advertisement

২০০৮-এর জুনের মধ্যে আরও দু’বার প্রস্তাব দেন কেয়ার্নস। এক বার টেলিফোনে। তার পরের বার প্রাতরাশের টেবিলে। এর পরেই আইসিসি-র দুর্নীতি দমন শাখায় অভিযোগ করার সিদ্ধান্ত নেন ম্যাকালাম।

অপসারিত আইপিএল কমিশনার ললিত মোদীর বিরুদ্ধে মানহানির মামলায় শপথ নিয়ে মিথ্যা বলার অভিযোগে কেয়ার্নসের বিরুদ্ধে নতুন মামলা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement