ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পিচ নিয়ে গোটা ক্রিকেটবিশ্ব আগ্রহী হয়ে পড়েছে। এটা নিয়ে প্রচুর টুইট-পাল্টা টুইট হয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না যে, ভারতে এ রকম পিচই পাওয়া যায়।
দিল্লির শেষ টেস্টে পিচ কেমন হয়, জানতে আগ্রহ হচ্ছে। আমি নিশ্চিত উইকেটে টার্ন থাকবে। কিন্তু মোহালি বা নাগপুরের চেয়ে সামান্য কম। এর দুটো কারণ হল, এখন দিল্লিতে শীত পড়ে গিয়েছে। আর দ্বিতীয়ত, শিশির ফ্যাক্টর। হাওয়ার আর্দ্রতা উইকেটের বাঁধুনি ধরে রাখবে।
সিরিজের নিষ্পত্তি হয়ে গেলেও এ বার দক্ষিণ আফ্রিকা সফর ভাল ভাবে শেষ করার সুযোগ পাচ্ছে। ওদের যে সব বিভাগে ভারত নাকানিচোবানি খাইয়েছে, সেটা কারও অজানা নেই। শেষ টেস্টে অলৌকিক কিছু না করলে দক্ষিণ আফ্রিকার সুযোগ দেখছি না। ভারতীয়রা কিন্তু নৃশংস মানসিকতা নিয়ে নামবে। বিরাটদের কাছে ৩-০ করার দুর্দান্ত একটা সুযোগ থাকছে। উত্তর ভারতের কুয়াশা সত্ত্বেও পুরো খেলা যদি হয়, দক্ষিণ আফ্রিকাকে এমন একটা দলের সঙ্গে লড়তে হবে যারা আত্মবিশ্বাসে টগবগ করছে।
দু’দলের ব্যাটসম্যানদেরই উইকেটে চোখ থাকবে। টেস্ট সিরিজে দু’দলের কেউই ইদানীং সেঞ্চুরি পায়নি। অজিঙ্ক রাহানের মতো কেউ কেউ নিশ্চয়ই ভাবছে, গোটা বিশ্বে ভাল খেলেও এ রকম পিচে রান পাচ্ছি না কেন? ও যে কত ভাল ব্যাটসম্যান, বিদেশে ভাল পারফরম্যান্সই তার প্রমাণ। সেঞ্চুরি হওয়াটা সময়ের অপেক্ষা জানি। কিন্তু ব্যাটসম্যানদের মধ্যে রাহানে নিশ্চয়ই আরও বেশি করে উইকেটটা খুঁটিয়ে দেখবে। আশা করবে, ভারতের পিচে ওর ভাগ্য যাতে দ্রুত বদলায়।
প্রথম এগারো নিয়ে দুটো টিমেরই বদলের বিশেষ জায়গা নেই। এটা সিরিজের চতুর্থ টেস্ট, তাই দুটো দলই থিতু অবস্থায় রয়েছে। ডেল স্টেইনকে ওর টিম পেল না। কিন্তু ও যদি ফিট হয়েও যেত, সিরিজে বদল আনার জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। (গেমপ্ল্যান)