Chess- AI

চ্যাম্পিয়ন কার্লসেন মুগ্ধ দাবার কৃত্রিম বুদ্ধিমত্তায়

শুক্রবার ভিনসেন্ট কেইমার ও দানিল দুবোভ-কে হারালেন কার্লসেন। রানার্স আর. প্রজ্ঞানন্দ। তিনি পেলেন ৫.৫ পয়েন্ট। একই পয়েন্ট পেলেও টাইব্রেকারে হেরে তৃতীয় ওয়েসলি সো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০৭:২৭
Share:

সফল: জয়ী গোরাচকিনা ও কার্লসেন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

কলকাতায় টাটা স্টিল দাবায় র‌্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন কিংবদন্তি ম্যাগনাস কার্লসেন। ৯ পয়েন্টের মধ্যে ৭.৫ অর্জন করে জিতলেন তিনি। শুক্রবার ভিনসেন্ট কেইমার ও দানিল দুবোভ-কে হারালেন কার্লসেন। রানার্স আর. প্রজ্ঞানন্দ। তিনি পেলেন ৫.৫ পয়েন্ট। একই পয়েন্ট পেলেও টাইব্রেকারে হেরে তৃতীয় ওয়েসলি সো।

Advertisement

সাংবাদিক বৈঠকে কার্লসেন জানালেন, দাবায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নত করছে এই খেলাকে। আর্লিং হালান্ডের দেশের মহানায়ক বলেন, ‘‘কৃত্রিম প্রযুক্তি আসার পরে দাবাড়ুরা আরও উন্নত হয়েছে। প্রস্তুতির ধরন পাল্টেছে। দাবাড়ুদের নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে। আশা করি, ভবিষ্যতে এই প্রযুক্তি দাবাকে আরও উন্নত করবে।’’

সামনেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কার্লসেন কাকে এগিয়ে রাখবেন? বলছিলেন, ‘‘গুকেশই এগিয়ে। ও যে রকম ছন্দে রয়েছে, ডিং লিরেনকে হারিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে ফাইনাল কখনও একতরফা হয় না।’’

Advertisement

মেয়েদের র‌্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হলেন আলেকজ়ান্ড্রা গোরাচকিনা। তিনিও পেয়েছেন ৭.৫ পয়েন্ট। দ্বিতীয় হলেন নানা জ়াগনিদজ়ে। শনিবার থেকে শুরু ব্লিৎজ় বিভাগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement