শতবর্ষে পা রাখল কলেজ স্কোয়ার সুইমিং ক্লাব

বাংলার সাঁতারের ইতিহাসে উজ্জ্বল নাম কলেজ স্কোয়ার সুইমিং ক্লাব একশো বছরে পা দিচ্ছে। তাই আগামী এক বছর ক্লাবের তরফে নানা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। যার সূচনা ১৭ মার্চ ইউনিভার্সিটি ইন্সটিটিউট হল-এ ক্লাবের ফার্স্ট ডে কভার উন্মোচন দিয়ে। করবেন প্রাক্তন রাজ্যপাল, অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল কুমার সেন। ওই দিনই প্রথম শোনা যাবে ক্লাবের থিম সং। গেয়েছেন ও সুর বেঁধেছেন ক্লাবেরই সদস্য প্রখ্যাত শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়। সঙ্গে থাকছে কৃতি সাঁতারুদের সংবর্ধনাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০৩:৩৪
Share:

বাংলার সাঁতারের ইতিহাসে উজ্জ্বল নাম কলেজ স্কোয়ার সুইমিং ক্লাব একশো বছরে পা দিচ্ছে। তাই আগামী এক বছর ক্লাবের তরফে নানা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। যার সূচনা ১৭ মার্চ ইউনিভার্সিটি ইন্সটিটিউট হল-এ ক্লাবের ফার্স্ট ডে কভার উন্মোচন দিয়ে। করবেন প্রাক্তন রাজ্যপাল, অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল কুমার সেন। ওই দিনই প্রথম শোনা যাবে ক্লাবের থিম সং। গেয়েছেন ও সুর বেঁধেছেন ক্লাবেরই সদস্য প্রখ্যাত শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়। সঙ্গে থাকছে কৃতি সাঁতারুদের সংবর্ধনাও।

Advertisement

এর বাইরে অন্য আরও অনেক অনু্ষ্ঠানের মধ্যে রয়েছে ২০ মার্চ, রবিবার সাঁতারু ও ক্লাব সদস্যদের পদযাত্রা। ক্লাবের সাফল্যের ইতিহাস তুলে ধরতে ১৭-২০ মার্চ প্রদর্শনী, মে মাসে রাজ্যস্তরে সাঁতার। অগস্ট মাসে সাঁতার, ওয়াটারপোলোর জাতীয় আসর। এখানেই শেষ নয়। আছে প্রতিবন্ধী সাঁতারুদের নিয়ে প্রশিক্ষণ, বৃত্তি দেওয়া ইত্যাদি অন্য আরও নানা পরিকল্পনাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement