ইস্ট বেঙ্গল ক্লাব। ছবি: ফাইল চিত্র।
ইস্টবেঙ্গলের জার্সি পরে পাঁচ মিনিট খেলেই অবসর নেবেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। আজ, বুধবার ইস্টবেঙ্গল ক্লাবতাঁবুতে এমন ইচ্ছাই প্রকাশ করলেন ‘পাহাড়ি বিছে’। শতবর্ষ অনুষ্ঠানের নির্ঘণ্ট এ দিনই জানিয়ে দেওয়া হল। চলতি মাসের ২৮ তারিখ কুমারটুলি পার্ক থেকে শুরু হবে মশাল মিছিল। ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গনে এসে তা শেষ হবে।
শতবর্ষ অনুষ্ঠানের ঢাকে কাঠি সে দিন থেকেই পড়বে। ১ অগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন হবে ক্লাব-প্রাঙ্গনে। বেলা ১২টার সময়ে পৃথিবীর ২০০টি দেশে একই সঙ্গে লাল-হলুদ পতাকা তোলা হবে। সেদিনই বিকেল পাঁচটার সময়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শতবর্ষ অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও অতিথি হিসেবে থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে প্রাক্তন গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন ডিফেন্ডার মনোরঞ্জন ভট্টাচার্যকে। সেরা কোচের সম্মান প্রদান করা হবে পিকে বন্দ্যোপাধ্যায়কে।বর্ষসেরা ফুটবলারের সম্মানে ভূষিত করা হবে রালতেকে। ১৩ অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে থাকবেন বিক্রম ঘোষ।