সেই অস্বস্তিকর মুহূর্তে ওজনিয়াকি।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে চার সেটের কষ্টসাধ্য দ্বিতীয় রাউন্ড জেতার পথে মরসুমের প্রথম স্ল্যাম চ্যাম্পিয়ন কোর্টের কাছকাছি গ্যালারিতে বসা এক মদ্যপ দর্শকের প্রবল চিৎকারকে ধমকে চুপ করালেন! ‘‘শাট আপ! মশাই, আমি কিন্তু সত্যি সত্যিই আপনাকে চুপ করতে বলছি,” বলে দেন ওয়ারিঙ্কা। যখন তিনি টমাজ বেলুচির বিরুদ্ধে চতুর্থ রাউন্ডে প্রচুর আনফোসর্ড এরর করেও জেতেন ৬-৩, ৬-৪, ৩-৬, ৭-৬ (৭-১)।
রাতের আর্থার অ্যাশ কোর্টের এই অপ্রত্যাশিত ঘটনার কয়েক ঘণ্টা আগে ফ্লাশিং মেডোর গ্র্যান্ড স্ট্যান্ডে আবার অন্য অভিনব কাণ্ড! মেয়েদের প্রাক্তন এক নম্বর তথা রোরি ম্যাকিলরয়ের প্রাক্তন প্রেমিকা ওজনিয়াকির চুলের বিনুনি গেম চলাকালীনই র্যাকেটের সঙ্গে জড়িয়ে তাঁকে প্রবল অস্বস্তিতে ফেলে। ওই অবস্থাতেও ব্যাকহ্যান্ডে উইনার মেরে পয়েন্টটা পাওয়ার চেষ্টা করেন দশ নম্বর বাছাই ড্যানিশ। সে যাত্রা সফল না হলেও ম্যাচটা অবশ্য অনায়াসে স্ট্রেট সেটে জিতে তৃতীয় রাউন্ডে ওঠেন ওজনিয়াকি। ২০১২ যুক্তরাষ্ট্র ওপেনে অ্যান্ডি মারেও এ রকম অস্বস্তিকর অবস্থায় পড়েছিলেন। টমাস বার্ডিচের রিটার্ন বল সটান মারের শর্টসের পকেটে ঢুকে পড়ায় পয়েন্ট নষ্ট করতে বাধ্য হন শেষমেশ সে বারের চ্যাম্পিয়ন। কোনও গ্র্যান্ড স্ল্যাম না জেতা ওজনিয়াকির ভাগ্যেও কি নিউইয়র্কে ট্রফি নাচছে?
দু’টো চমকপ্রদ ঘটনার মধ্যেই শারাপোভা এক সেট পিছিয়ে পড়া এবং ৪৬ আনফোসর্ড এররের ধাক্কা সামলে তৃতীয় রাউন্ডে ওঠেন। অখ্যাত রোমানিয়ান ডালগহেরুকে ৪-৬, ৬-৩, ৬-২ হারিয়ে। শারাপোভার প্রেমিক দিমিত্রভ আবার ইউএস ওপেনে তিন বছরের চেষ্টায় এই প্রথম কোনও ম্যাচ জিতে উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। ও দিকে, এক মার্কিন ভেনাস উইলিমায়স তৃতীয় রাউন্ডে উঠলেও অন্য মার্কিন স্লোয়ান স্টিফেন্সের কেরিয়ারের দ্রুততম ইউ এস ওপেন বিদায় ঘটে গিয়েছে। ছিটকে গিয়েছেন চতুর্থ বাছাই রাডওয়ানস্কা ও আট নম্বর ইভানোভিচ-ও। পুরুষ সিঙ্গলসে বর্ষীয়ান অস্ট্রেলীয় লেটন হিউইটের ৬২তম গ্র্যান্ড স্ল্যাম অংশগ্রহণ প্রথম ম্যাচেই খতম করে দিয়েছেন বার্ডিচ। তেরো বছর আগের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হারেন ৩-৬, ৪-৬, ৩-৬।
এ সব নাটকের মধ্যেই ডাবলস-মিক্সড ডাবলসে শুভ যাত্রা করেছেন লিয়েন্ডার পেজ আর সানিয়া মির্জা। গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডার-স্টেপানেক জুটি এ বার ষষ্ঠ বাছাই হিসেবে প্রথম ম্যাচ জিতলেন ইতালির ফগনিনি-বোলেলির বিরুদ্ধে ৭-৬ (৭-৫), ৬-২। আর মিক্সডে শীর্ষ বাছাই সানিয়া-সোয়ারেজ সুুপার টাইব্রেকে ৬-২, ৩-৬, ১০-৫ হারান মার্কিন জুটি আলিসিয়া-এর্নেস্টোকে। তার আগে ডাবলসেও তৃতীয় বাছাই সানিয়া-কারা ব্ল্যাক ৬-৩, ৬-০ হারান চেক প্রজাতন্ত্রের প্লিসকোভা বোনেদের।