ফরাসি ওপেনে ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর জোকোভিচ। —ফাইল চিত্র।
বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন শুরু হবে ৩ জুলাই থেকে। খেতাবের দিকে চোখ বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজের। স্পেনের তরুণ আত্মবিশ্বাসী হলেও সমীহ করছেন নোভাক জোকোভিচকে।
রবিবারই ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচকে টপকে আবার এটিপি ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন আলকারাজ। ফরাসি ওপেনে যদিও জোকোভিচের কাছে হারতে হয়েছে। উইম্বলডনে কি বদলা নিতে পারবেন? আত্মবিশ্বাসী তরুণ টেনিস খেলোয়াড়। যদিও মেনে নিচ্ছেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের কোর্টে খেতাব জয়ের পথে প্রধানতম বাধা হতে পারেন জোকারই। আলকারাজ বলেছেন, ‘‘একটা পরিসংখ্যান দেখছিলাম। উইম্বলডনে জোকোভিচ একা যত ম্যাচ জিতেছে, ক্রমতালিকায় প্রথম ২০ জনের মধ্যে থাকা বাকি সবাই মিলে তত ম্যাচ জিততে পারেনি। এটা নিয়ে আমার আর কী বলার থাকতে পারে! উইম্বলডন জেতার ব্যাপারে নিশ্চিত ভাবেই এগিয়ে রয়েছে জোকোভিচ।’’ তা হলে কি আপনার সুযোগ নেই খেতাব জেতার? স্পেনের তরুণ বলেছেন, ‘‘অবশ্যই সুযোগ আছে। চেষ্টা করব নিজের খেলাকে সেই মানে নিয়ে যেতে। জোকোভিচকে হারানোর চেষ্টা করব। তার আগে ফাইনালে পৌঁছতে হবে আমাকে।’’
গত বছর উইম্বলডনে ইয়ানিক সিনারের কাছে চতুর্থ রাউন্ডে হেরে গিয়েছিলেন আলকারাজ। সেই হার থেকে শিক্ষা নিয়ে ঘাসের কোর্টে খেলায় উন্নতি করার চেষ্টা করছেন। রবিবার ঘাসের কোর্টের একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ খেলোয়াড়। এ বারের উইম্বলডনে আপনার সম্ভাবনা কতটা? আলকারাজ বলেছেন, ‘‘সত্যি বলতে উইম্বলডনের আগে এ বার আমি খুবই আত্মবিশ্বাসী। কোর্টে দারুণ একটা সপ্তাহ কাটালাম। বেশ ভাল টেনিস খেলেছি। মনে হচ্ছে এ বার উইম্বলডন জেতার দৌড়ে আমি ভাল ভাবেই রয়েছি।’’
আত্মবিশ্বাসী আলকারাজ মেনে নিয়েছেন খামতির কথা। ২০ বছরের খেলোয়াড় বলেছেন, ‘‘আমাকে ঘাসের কোর্টে খেলার আরও অভিজ্ঞা অর্জন করতে হবে। তবে যে সব প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছি, যে রকম পারফরম্যান্স করছি তাতে নিজেকে নিয়ে আশা করতেই পারি। উইম্বলডন জয়ের দাবিদারদের মধ্যে নিজেকে অবশ্যই রাখছি।’’