Cricket

কতটা গুরুতর রোহিতের কাফ মাসলের চোট? রাহুল বললেন…

ম্যাচের ১৭ তম ওভারে পায়ে টান ধরে রোহিতের। সেই সময়ে ৪১ বলে ৬০ রান করে ফেলেছিলেন ‘মিস্টার সিক্সার’।

Advertisement

সংবাদ সংস্থা

মাউন্ট মঙ্গানুই শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৩
Share:

ব্যাট করার সময়ে পায়ে টান ধরে রোহিতের। উঠে যেতে হয় তাঁকে। ছবি— এএফপি।

কাফ মাসলে চোট পেয়ে ফিল্ডিং করতে নামেননি রোহিত শর্মা। কতটা চোট তাঁর? বুধবার ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের বল গড়াচ্ছে। সেই ম্যাচে কি খেলতে পারবেন ‘হিটম্যান’?

Advertisement

রবিবারের ভারত-নিউজিল্যান্ড পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে বিশ্রাম নেন বিরাট কোহালি। ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড ছিল রোহিতেরই হাতে। তিনি চোট পাওয়ায় ভারতকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। খেলার শেষে রাহুল জানান, রোহিতের চোট গুরুতর নয়। দিন দুয়েকের মধ্যে সুস্থ হয়ে উঠবেন তিনি।

ম্যাচের ১৭ তম ওভারে পায়ে টান ধরে রোহিতের। সেই সময়ে ৪১ বলে ৬০ রান করে ফেলেছিলেন ‘মিস্টার সিক্সার’। ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন। ঠিক সেই সময়ে চোটের লাল চোখ দেখতে হয় তাঁকে। কাফ মাসলে চোটের জন্য উঠে যেতে হয় রোহিতকে।

Advertisement

পরে আর তিনি ফিল্ডিং করতে নামেননি। চোটের জন্য রোহিত উঠে না গেলে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে আরও বেশি রান করতেই পারত ভারত। পঞ্চম টি টোয়েন্টি জিতে সিরিজ ৫-০ করার পরে রাহুল বলেন, ‘‘রোহিত ঠিকই আছে। দুর্ভাগ্য ওর। চোট পেয়ে গেল। দিন দুয়েকের মধ্যে সুস্থ হয়ে উঠবে বলেই মনে হয়।’’

আরও পড়ুন: বুমরা-সাইনি ম্যাজিকে ৫-০, নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল ভারত

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে সরকারি ভাবে ‘হিটম্যান’-এর চোট নিয়ে বলা হয়েছে, রোহিতের চোট কতটা তা খতিয়ে দেখা হচ্ছে। ভিতরের খবর, পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে চোট পেলেও তা খুব একটা গুরুতর নয়। প্রথম ওয়ানডে ম্যাচে নামতে সমস্যা হবে না তাঁর।

আরও পড়ুন: টিম মিটিংয়ে আলোচনা না করে ধোনি সাংবাদিকদের জানিয়ে দিল আমরা স্লো ফিল্ডার, তীব্র আক্রমণ বীরুর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement