ইডেন গার্ডেন্স। ছবি টুইটার থেকে নেওয়া।
সিএবি-র সিভিল ইঞ্জিনিয়ারিং দফতরের এক অস্থায়ী কর্মীর করোনা ধরা পড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয় শনিবার। ঘটনা জানাজানি হওয়ার পরে আগামী সাত দিন সিএবি বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই সিএবি কর্মী কলকাতার এক বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি। ‘পজিটিভ’ রিপোর্ট আসার পরেই তাঁর পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন সিএবি কর্তারা। ওই কর্তার সংস্পর্শে কারা এসেছিলেন, সেই প্রশ্নও আসছে। চোদ্দো দিনের নিভৃতবাস যেখানে রীতি, সেখানে সাত দিন কেন বন্ধ রাখা হচ্ছে সংস্থার দফতর? সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বললেন, ‘‘গত শুক্রবার দফতরে এসেছিলেন উনি। আজ পর্যন্ত ধরা হলে আট দিন আগে। চিকিৎসকদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সাত দিন অফিস বন্ধ রাখার।’’ যোগ করেন, ‘‘যদিও প্রত্যেক দিন স্বাস্থ্যবিধি মেনেই অফিস স্যানিটাইজ় করা হচ্ছে। কর্মীদেরও প্রত্যেক দিন আসতে হচ্ছে না। তবুও অ্যাকাউন্টস বিভাগ চালু রাখতেই হয়েছিল। আগামী সাত দিন সব বন্ধ থাকবে।’’
সিএবি আগেই চলতি মরসুমের সব স্তরের প্রতিযোগিতা এ মরসুমের জন্য বাতিল করে দিয়েছে। এখনই ক্রিকেটারদের ট্রেনিং শুরু হওয়ারও কোনও সম্ভাবনা নেই। সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, দফতর খোলার পরে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী দূরত্ববিধি মেনে অফিসে কাজ চালানো হয়েছে। যদিও এক কর্মীর করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসায় উদ্বেগ তৈরি হতে বাধ্য। এখন সাত দিন ধরে চলবে সিএবি স্যানিটাইজ় করার প্রক্রিয়া।