লোঢা কমিশনের বেশিরভাগ সুপারিশে সায় নেই সিএবি-র

লোঢা কমিশনের বেশিরভাগ সুপারিশেই সায় নেই সিএবি শীর্ষকর্তাদের। অনুমোদিত সংস্থাগুলিকে যে সব সুপারিশ নিয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছে বোর্ড, সে সব নিয়ে শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে বুধবার বৈঠকে বসেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ০২:৫৯
Share:

সিএবি-তে সৌরভ। —নিজস্ব চিত্র

লোঢা কমিশনের বেশিরভাগ সুপারিশেই সায় নেই সিএবি শীর্ষকর্তাদের। অনুমোদিত সংস্থাগুলিকে যে সব সুপারিশ নিয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছে বোর্ড, সে সব নিয়ে শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে বুধবার বৈঠকে বসেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও।

Advertisement

বৈঠকে থাকা এক কর্তা বললেন, ‘‘বেশিরভাগ সুপারিশই পছন্দ নয় কর্তাদের। শুধু স্বচ্ছতা বজায় রাখা নিয়ে যে সুপারিশ করেছে লোঢা কমিশন, তাতে এবং আর দু’টি সুপারিশে সায় রয়েছে সবার। বাকিগুলোতে সম্মতি পাওয়া যায়নি।’’ ক্রিকেট প্রশাসনের কোনও পদে টানা তিনটির বেশি টার্মে না থাকা এবং নিরপেক্ষ অডিটরকে দিয়ে নিয়মিত হিসাব পরীক্ষা করানোর সুপারিশে সমর্থন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ সত্তরোর্ধ, মন্ত্রী, ক্রিকেটার নন, এমন ব্যক্তিদের ক্রিকেট প্রশাসনে না আসা, সংস্থার নির্বাচনে কমিশনার নিয়োগ, এথিকস অফিসার নিয়োগ ইত্যাদি সুপারিশে সিএবি-র শীর্ষকর্তাদের সায় নেই বলে জানা গেল। জানা গেল, বৈঠকে প্রশ্ন ওঠে, সত্তরোর্ধরা যদি দেশ চালাতে পারে, তা হলে ক্রিকেট প্রশাসন চালাতে পারবে না কেন?

এই ব্যাপারে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আজকের সভায় যা আলোচনা হয়েছে, তার নির্যাস ২৯ তারিখ বিশেষ সাধারণ সভায় পেশ করা হবে। আজ কী আলোচনা হয়েছে, তা বলতে পারব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement