লোঢা-সুপারিশ নিয়ে সিএবি বৈঠকে আমন্ত্রণ চার নেতাকে

বিচারপতি লোঢা কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার জন্য সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার বিকেলে যে বৈঠক ডেকেছেন, তাতে আমন্ত্রণ জানানো হয়েছে চারজন রাজনৈতিক ব্যক্তিকে। সুলতান আহমেদ, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাস। এঁরা সিএবি-র বিভিন্ন কমিটিতে রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ০৪:১০
Share:

সোমবার অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে ক্যানবেরার ‘ইন্ডিয়া হাউস-এ আড্ডায় বাঙ্গার, ধোনি, ধবনরা। ছবি: বিসিসিআই

বিচারপতি লোঢা কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার জন্য সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার বিকেলে যে বৈঠক ডেকেছেন, তাতে আমন্ত্রণ জানানো হয়েছে চারজন রাজনৈতিক ব্যক্তিকে। সুলতান আহমেদ, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাস। এঁরা সিএবি-র বিভিন্ন কমিটিতে রয়েছেন।

Advertisement

ওয়াকিবহাল মহলের ধারণা, মন্ত্রীরা কেউ ক্রিকেট প্রশাসনে থাকতে পারবেন না— লোঢা কমিশনের এই সুপারিশ নিয়ে মতামত জানার জন্যই এই বৈঠকে ডাকা হয়েছে তাঁদের। লোঢা কমিশনের কোন কোন সুপারিশ সিএবি মানতে প্রস্তুত আর কোনগুলি নয়, তা এই বৈঠকেই প্রাথমিক ভাবে ঠিক হতে পারে। থাকবেন সিএবি-র বর্তমান শীর্ষকর্তা, ট্রাস্টি বোর্ড সদস্য ও প্রাক্তন সচিবরাও। ডাকা হয়েছে দু’টি জেলা সংস্থার প্রতিনিধিকেও। সিএবি সূত্রের খবর, বৈঠকটি ডেকেছেন প্রেসিডেন্ট। যার চিঠিতে তাঁরই সই রয়েছে। অথচ একই বিষয়ে আলোচনার জন্য ২৯ জানুয়ারি সিএবি-র বিশেষ সাধারণ সভাও ডাকা হয়েছে। একই বিষয়ে আলোচনার জন্য দুটি আলাদা বৈঠক কেন? কেনই বা চার রাজনীতিককে ও দুটি নির্দিষ্ট জেলার প্রতিনিধিদের ডাকা হল এই প্রশ্নগুলিও তুলছে সিএবি-র একাংশ। বিশেষ সাধারণ সভার আগে যাতে সিএবি তাদের অবস্থান প্রাথমিক ভাবে নির্ধারণ করতে পারে, সে জন্যই বুধবারের সভা, জানান এক শীর্ষকর্তা। লোঢা কমিশনের সুপারিশ নিয়ে সব ক’টি অনুমোদিত সংস্থার কাছে তাদের অবস্থান জানতে চেয়েছে বোর্ড। যা জানানোর সময়সীমা ৩১ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement